X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ডিজিটাল কায়দায় বয়স্ক ভাতার টাকা চুরি

জামালপুর প্রতিনিধি
০৬ জুন ২০২১, ২২:২৫আপডেট : ০৬ জুন ২০২১, ২২:২৫

জামালপুরের ইসলামপুরে ডিজিটাল কায়দায় বয়স্ক ভাতার টাকা চুরি করেছেন আমিনুল ইসলাম নামে সিএসপিবির এক সমাজকর্মী। বিষয়টি জানাজানি হলে টাকা চুরির কথা স্বীকার করে ক্ষমা চেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি। রবিবার (০৬ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন।

এলাকাবাসী জানায়, ভাতা ভোগীদের কাছে যাতে নির্বিঘ্নে বয়স্ক-বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা পৌঁছায় সেজন্য মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। এক মাস ধরে উপজেলা সমাজসেবার সুবিধাভোগীেদের মোবাইলের নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে।

গত বৃহস্পতিবার দুপুরে গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের বয়স্ক ভাতাভোগী সোনাউল্লাহ ও পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জয়নাল আবেদিন ভাতার টাকা মোবাইলে ঢুকেছে কি না জানতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান। সেখানে সিএসপিবির সমাজকর্মী আমিনুলের কাছে মোবাইল ফোন দিয়ে জানতে চান কেন টাকা মোবাইলে ঢুকলো না। তখন মোবাইল চেক করে আমিনুল দেখেন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তখন তাদের অজান্তে আমিনুল নিজের অ্যাকাউন্টে এক হাজার করে দুই হাজার টাকা পাঠিয়ে দেন।

বয়স্ক ভাতাভোগী সানাউল্লাহ ও জয়নাল আবেদিন বলেন, আমাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকাই এসেছিলো। বিষয়টি বুঝতে না পেরে আমিনুলের কাছে গেলে কিছুক্ষণ সময় নিয়ে মোবাইল টিপে বলেন- আপনাদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা ঢুকেছে। তাড়াতাড়ি তোলেন। পরে টাকা তোলার সময় বিষয়টি জানতে পেরে সমাজসেবা কর্মকর্তাকে জানাই।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, শুধু দুজন বৃদ্ধই নন; উপজেলার একাধিক বৃদ্ধের টাকা এভাবে চুরি করেছেন ওই সমাজকর্মী। বিষয়টি এখন সর্বমহলে আলোচিত।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বয়স্ক ১৬ হাজার ৬৫৪, বিধবা আট হাজার ২৫৮ ও প্রতিবন্ধীসহ অন্যান্য চার হাজার ৬৭২ জন ভাতার আওতায় রয়েছেন।

এ বিষয়ে জানতে সমাজকর্মী আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে একাধিকবার কল দিলেও ধরেননি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এর আগে আমার কার্যালয়ে এমন কোনও ঘটনা ঘটেনি। এটিই প্রথম। তবে বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেছেন আমিনুল। দুই সপ্তাহের মধ্যে অন্য উপজেলায় বদলি নেবেন বলে লিখিত আবেদনে উল্লেখ করেছেন তিনি।

/এএম/
সম্পর্কিত
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
রেকির পর ফাঁকা বাসায় চুরি করতো চক্রটি
ফলের আড়তের লকার ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা চুরি
সর্বশেষ খবর
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা