X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের সাহসী সিদ্ধান্ত, তবুও ড্র লর্ডস টেস্ট

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২১, ০২:০৭আপডেট : ০৭ জুন ২০২১, ০২:০৭

লর্ডসে জয় উৎসব করা হলো না কোনও দলের। একদিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্রত্যাশিত ড্র হলো ক্রিকেটের পুণ্যভূমিতে। তবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের ড্র ছাপিয়ে মূল আলোচনা সফরকারীদের সাহসী সিদ্ধান্তকে ঘিরে! ১৬৫ রান এগিয়ে থেকে পঞ্চম দিনের খেলা শুরু করে সফরকারীরা। আগের দিনের ৬১ এর সঙ্গে আরও ১০৮ রান যোগ করে লাঞ্চ বিরতিতে ইনিংস ঘোষণা করে কিউইরা। নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণার ফলে স্বাগতিকরা শেষ ২ সেশনে ২৭৩ রানের লক্ষ্য পায়। শেষ দিনে কঠিন লক্ষ্য হলেও চা বিরতি পর্যন্ত জয়ের পথেই ছিল স্বাগতিকরা।  ৫৬ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে অধিনায়ক জো রুট এবং ডোম সিবলি মিলে ৮০ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু হুট করেই ওয়াগনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন ইংলিশ অধিনায়ক (৪০)। এরপর থেকেই স্লো ব্যাটিং করতে থাকে স্বাগিতকরা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান করলে ম্যাচটি ড্রতে নিষ্পত্তি হয়। তবে মাঝে যেভাবে খেলছিলেন, তাতে করে নিউজিল্যান্ডের ঝুঁকিটা বাড়াবাড়িই হযে যেতে পারতো! ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সিবলি ২০৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে অভিষিক্ত ডেভন কনওয়ের টেস্ট ইতিহাসের রেকর্ড ওলট-পালট করে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন। তার ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ৩৭৮ রান। এমন ইতিহাস গড়া ইনিংসের পর স্বাভাবিক ভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কনওয়ে।

জবাবে ইংলিশ ওপেনার রোরি বার্নসের সেঞ্চুরিতে ২৭৫ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে স্বাগতিকরা। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড।  আগের দিনের ৬১ রান নিয়ে মাঠে নেমে রবিবার ৬ উইকেটে ১৬৯ রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা। ফলে ২৭৩ রানের জয়ের লক্ষ্য পায় ইংল্যান্ড।

 

/আরআই/এফএএন/
সম্পর্কিত
চুরির অভিযোগে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ
বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
অস্থায়ী ভিসাধারীদের জন্য ব্রিটেনের উচ্চ আদালতের যুগান্তকারী রায়
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা