X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জালিয়াতির অভিযোগ নেতানিয়াহুর

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ০৯:৪৮আপডেট : ০৭ জুন ২০২১, ০৯:৪৮
image

কোনও ধরনের উস্কানি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ক্ষমতা থেকে নতুন গঠিত জোটের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন তিনি। নেতানিয়াহু বলেন, এই জোট হলো গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন জালিয়াতির ফলাফল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

টানা ১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবার তাকে ক্ষমতা থেকে সরাতে জোটবদ্ধ হয়েছে দেশটির আটটি ভিন্ন দর্শনের রাজনৈতিক দল। নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুকে হটাতেই জোটবদ্ধ হয়েছে তারা।

এমন পরিস্থিতিতি নিজের ডানপন্থী লিকুদ পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমরা দেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন জালিয়াতি প্রত্যক্ষ করছি, আমার মতে যে কোনও গণতান্ত্রিক দেশের ইতিহাসেই এটা সবচেয়ে বড় জালিয়াতি।’ ক্ষমতা থেকে সরলে দুর্নীতির অভিযোগে চলতে থাকা বিচারে কারাগারে যেতে হতে পারে নেতানিয়াহুকে। প্রতিদ্বন্দ্বি জোটকে পার্লামেন্টে আস্থা ভোটে হারাতে সমর্থকদের আহ্বান জানান তিনি।

গত শনিবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এক বিরল বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতার উস্কানি দেওয়া হচ্ছে বলে সতর্ক করেন। নির্দিষ্ট ব্যক্তি ও গ্রুপ এই উস্কানি দিচ্ছে বলে সতর্ক করেন তিনি। বিরোধী রাজনীতিবিদদের দাবি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রাজনৈতিক সমালোচনা এবং সহিংসতায় উস্কানির মধ্যে খুবই ছোট পার্থক্য আছে। ডানপন্থীদের দিক থেকে যখন সমালোচনা আসে তখন আমরা বলতে পারি না যে সহিংসতায় উস্কানি দেওয়া হচ্ছে আবার বামপন্থীদের দিক থেকে যখন সমালোচনা আসে তখন তাকে বাকস্বাধীনতা দিয়ে ন্যায্যতা দেওয়া যায় না।’ তিনি বলেন, ‘আমি সহিংসতায় সব ধরনের উস্কানির নিন্দা জানাই।’

/জেজে/
সম্পর্কিত
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
গাজায় যুদ্ধবিরতির আলোচনার অবস্থা ‘নাজুক’: কাতার
সর্বশেষ খবর
আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’