X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘ভারতের বিপক্ষে ম্যাচ হলে অন্যরকম অনুভূতি কাজ করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৩:০৬আপডেট : ০৭ জুন ২০২১, ১৩:০৯

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অন্তত বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের সামনের দিকে এগিয়ে যেতে এই ম্যাচ থেকে পয়েন্ট পেতে হবে। সেই লক্ষ্যে রণ কৌশল সাজাচ্ছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় অন্যরকম অনুভূতি কাজ করছে জামাল-রাকিবদের।

হওয়াটাও অস্বাভাবিক নয়। সর্বশেষ ড্র ম্যাচেই টের পাওয়া গেছে এমন। মাঠ ছাপিয়ে দুই দলের উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরে। এবার সেই উত্তেজনার আঁচটা টের পাওয়া যাচ্ছে ম্যাচের আগ দিয়েও। উইঙ্গার রাকিব হোসেন যেমন বলেছেন, ‘গত ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে সর্বোচ্চটার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করবো। কারণ ওদের বিপক্ষে ম্যাচ হলে আমাদের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা চাই ওদের বিপক্ষে ভালো খেলে পয়েন্ট পেতে।’

দোহাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রক্ষণকে বড় পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে। ভারতের বিপক্ষেও তাই হতে পারে। তাই ম্যাচের আগে সাবধানী মন্তব্য ডিফেন্ডার রিয়াদুল হাসানের, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ওরা অনেক ওপরে এসে ডিফেন্স করেছিল, চাপ দিয়ে খেলেছিল। ওদের আক্রমণের মানসিকতাও বেশি ছিল। ডিফেন্সে আমরা যে চার জন আছি, যদি জমাট থাকি আর কোনো ভুল না করি, তাহলে আমরা ভারতের বিপক্ষে ভালো করতে পারবো। দৃঢ়তা থাকলে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো।’

কলকাতায় ভারতের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা আছে রিয়াদুলের। সেই অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘ভারতের বিপক্ষে ইতোমধ্যে খেলেছি। ওরা কীভাবে আক্রমণে ওঠে, তা নিয়ে মোটামুটি অভিজ্ঞতা আছে। সল্টলেকের ওই ম্যাচে আমি নিজেও খেলেছি। ওরা কীভাবে অ্যাটাকিং জোনে আসে, আক্রমণ করে, সুনীল ছেত্রীকে কীভাবে পাহারায় রাখা হবে- এ নিয়ে কোচ কথা বলেছেন। আমরাও কাজ করছি। যদি রক্ষণে ভালো করতে পারি, দলও ভালো করতে পারবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন