X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শক্তিশালী আবাহনীকে হারিয়ে দিয়েছে খেলাঘর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৩:৪৭আপডেট : ০৭ জুন ২০২১, ১৩:৫০

মুশফিকসহ জাতীয় দলের তরুণ তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছিল আবাহনী লিমিটেড। এমন শক্তিশালী দল নিয়েও তারা পরাজয় বরণ করেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে!

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ইমতিয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৪ রান সংগ্রহ করে খেলাঘর। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে আবাহনী থেমে গেছে ১৫৬ রানে। তাতে ৮ রানের জয় তুলে নেয় খেলাঘর।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে যায় আবাহনী। এরপর নাঈম শেখ ও নাজমুল হোসেন মিলে তৃতীয় উইকেটে দলের হাল ধরেছিলেন। কিন্তু তাদের ৮৫ রানের জুটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে আবাহনীর ইনিংস।

ঢাকা লিগের আগের তিন ম্যাচে ১৩ রান করা নাজমুল শান্ত আজ রানের দেখা পেয়েছেন। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেছেন। নাঈমও ৪২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে আউট হয়েছেন। লিগের প্রতিটি ম্যাচে দলের জয়ে অবদান রাখা মুশফিক এদিন আউট হয়েছেন মাত্র ৮ রানে! মোসাদ্দেক ২১ করলেও আফিফ ২২ রানে অপরাজিত ছিলেন।

খেলাঘরের বোলারদের মধ্যে ২৩ রানে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন রনি চৌধুরী। এছাড়া খালেদ আহমেদ নিয়েছেন দুটি উইকেট।

এর আগে ইমতিয়াজ হোসেনের অনবদ্য ৬৬ রানের কল্যাণে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় খেলাঘর। ৪৬ বলে  ৬ চার ও ৩ ছক্কায় ইমতিয়াজ নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া জাতীয় দলের বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৩ রানের ইনিংস।

আবাহনীর বোলারদের মধ্যে তানজিদ হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।

খেলাঘর চার ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে। তবে শীর্ষে থাকা আবাহনী খেলাঘরের সঙ্গে হেরে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়
১২.৩ ওভারেই জিতে গেলো আবাহনী
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!