X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাইরের জুতা নিয়ে ভেতরে না ঢোকার প্রতিশ্রুতি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ২০:০২আপডেট : ০৭ জুন ২০২১, ২০:০২

পুলিশের মধ্যস্থতায় বাইরে ব্যবহার করা জুতা নিয়ে ডাক্তার, নার্স ও স্টাফরা হাসপাতালে ঢুকবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। বরিশাল মহানগর এলাকায় কিছু ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে আগত রোগীদেরকে বাইরের জুতা নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকতে না দিলেও স্টাফ, নার্স ও ডাক্তাররা ঠিকই বাইরে ব্যবহার করা জুতা নিয়ে নিয়মিত হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। এর মধ্যে খ্যাতনামা কিছু প্রাইভেট হাসপাতালও রয়েছে।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্সের মাধ্যমে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জনৈক ব্যক্তি  জানান, রোগী ও স্বজনদেরকে বাইরে ব্যবহার করা জুতা খুলে ভিতরে ঢুকতে হয়। কিন্তু স্টাফদের জন্য ভেতরে তার ব্যবস্থা নেই। ডাক্তার ও স্টাফরা সবাই তাদের বাইরের ব্যবহার করা জুতা ভিতরে ব্যবহার করছেন। ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করছেন। প্রশ্ন হলো, যদি খালি পায়ে প্রবেশ করাই লাগে তাহলে তো সবার ক্ষেত্রেই একই নিয়ম হওয়া উচিত। রোগীরা যখন খালি পায়ে প্রবেশ করছে তখন প্রত্যেকে প্রত্যেকের দ্বারা সংক্রমিত হওয়ার দিকে অনেক ধাপ এগিয়ে যাচ্ছে। ডাক্তার এবং স্টাফরা কিন্তু ঠিকই খালি পায়ে হাঁটছেন না। এতে রোগীর সঙ্গে আসা স্বজনরাও ঝুঁকিতে পড়ছেন। এসব বিষয়ে সংশ্লিষ্টদের জানালে তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা নারী, শিশু ও বৃদ্ধ মানুষসহ সকল রোগীর বাড়তি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে।

অভিযোগ পেয়ে পুলিশ সদর দফতর থেকে বরিশাল কোতোয়ালি থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়, সংশ্লিষ্ট ক্লিনিক ও হাসপাতালগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে। সংশ্লিষ্ট ক্লিনিক ও হাসপাতাল গুলোর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ ধরনের কোনও ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে পুলিশকে প্রতিশ্রুতি দেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
৯৯৯-এ কলের পর দুই ছিনতাইকারী গ্রেফতার
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়