X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৩৫০ রুপির ওষুধে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা!

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ২২:০৯আপডেট : ০৭ জুন ২০২১, ২২:০৯

করোনা থেকে সুস্থ হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধ খরচ ৩৫ হাজার থেকে মাত্র ৩৫০ রুপিতে নামিয়ে এনেছেন ভারতের এক নাক, কান ও গলার চিকিৎসক। মিউকোরমাইকোসিস সংক্রমণের বিরুদ্ধে প্রধান ওষুধ লিপোসোমাল অ্যাম্ফোটেরিসিন ইনজেকশনের দাম অনেক বেশি হলেও একই ওষুধের প্রচলিত ধরন ব্যবহারে খরচ ১০০ গুণ কম। তবে এটি খুব সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হয়। প্রতিদিন রক্তের একটি পরীক্ষা করে দেখতে হয় কিডনিতে ওষুধের কোনও বিষক্রিয়া তৈরি হচ্ছে কিনা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছ।

চিকিৎসকরা বলছেন, উভয় ধরনের অ্যাম্ফোটেরিসিনের কার্যকারিতা সমান। গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রচলিত ধরনের ওষুধটি উল্লেখযোগ্য কো-মরবিডিটিজ আছে এমন রোগীদের দেওয়া যাবে না। এসব দীর্ঘমেয়াদি রোগের মধ্যে রয়েছে রেনাল ফেইলার ও ডায়বেটিক কেটোসিডোসিস। বাকিদের ক্ষেত্রে প্রচলিত অ্যাম্ফোটেরিসিন কার্যকরভাবে মিউকোরমাইকোসিসের বিস্তার ঠেকাতে পারে। এক্ষেত্রে চিকিৎসায় নিয়োজিত চিকিৎসককে কঠোরভাবে রক্তের ক্রিয়েটাইনিনের মাত্রা পর্যালোচনা এবং অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত টিস্যু পরিষ্কার করতে হবে।

পুনের বিজে মেডিক্যাল কলেজ অ্যান্ড সাসুন জেনারেল হসপিটালের নাক, কান ও গলা বিভাগের প্রধান সামির জোশি বলেন, কোনও সন্দেহ নাই লিপোসোমাল অ্যাম্ফোটেরিসিন প্রচলিত ওষুধের চেয়ে নিরাপদ। সবাই নিরাপদটাই চাইবেন। কিন্তু ওষুধটির দুটি ধরনের কার্যকারিতায় কোনও পার্থক্য নেই।

করোনার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়া ২০১ জনের চিকিৎসা করা জোশি বলেন, নজরদারির আওতায় প্রচলিত অ্যাম্ফোটেরিসিন ওষুধ এবং সতর্কভাবে পরিকল্পিত ক্ষত পরিষ্কারের অস্ত্রোপচারের মাধ্যমে এসব রোগীদের ৮৫ শতাংশের বেশি সুস্থ হয়েছে। দীর্ঘমেয়াদি ফলোআপে এই সাফল্যের হার আরও বাড়বে।

তিনি জানান, করোনা মহামারির আগে প্রচলিত অ্যাম্ফোটেরিসিন ব্যবহার করে ৬৫ জন রোগীর চিকিৎসা করেছেন। এদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন।

২১ দিনের কোর্সে যদি ক্রিয়েটাইনিনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে দুই থেকে তিনটি ছোট বিরতি নিয়ে এটি ব্যবহার করা যায়। এতে শরীর স্বাভাবিক হওয়ার সুযোগ পায়। ক্রিয়েটাইনিন দেহের একটি বর্জ্য যা কিডনি হয়ে বেরিয়ে আসে।

সামির জোশি বলেন, প্রচলিত অ্যাম্ফোটেরিসিন ব্যবহারে কিডনির ক্ষতি হয় এমন অযৌক্তিক উদ্বেগের কারণে লিপোসোমাল ধরনের দাম আকাশ ছোঁয়া। আমাদের এই ভয় দূর করতে হবে।

আরেক নাক, কান ও গলার সার্জন সন্দিপ কর্মকার বলেন, আক্রান্ত টিস্যুর ক্ষত পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ। এসব স্থান পরিষ্কার করার পরই কেবল ওষুধ কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে সক্ষম হবে।

/এএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা