X
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ৬ আশ্বিন ১৪২৮

সেকশনস

চাকরি দেশে থাকেন ভারতে, সেই চামেলীর বেতন-ভাতা বন্ধ

আপডেট : ০৮ জুন ২০২১, ০৯:৪৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী সেই চামেলী শিকদারের বেতন-ভাতা বন্ধ করা হয়েছে। কর্মস্থলে ছুটি না নিয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকায় এলাকাবাসীর অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, চামেলী শিকদারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লিবেড়া গ্রামে। তিনি ওই এলাকায় পরিবার কল্যাণ সহকারী হিসেবে নিযুক্ত আছেন। চামেলী শিকদারের স্বামী সুশান্ত শিকদার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সুশান্ত শিকদার‌ও কর্মস্থলে ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন। যদিও করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ভাঙ্গা উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা রবিন বিশ্বাস এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার কল্যাণ সহকারী চামেলী শিকদারের বিরুদ্ধে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ পেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি নোটিশের জবাব দেননি। এর প্রেক্ষিতে চলতি সপ্তাহ হতে তার বেতন-ভাতা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি সংবাদ মাধ্যমে জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ হতে অভিযোগের তদন্তের ব্যবস্থা নেওয়া হয় এবং চামেলী শিকদারের কাছে সে বিষয়ে জানতে চাওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, চামেলী শিকদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মাহবুব হোসেন বলেন, চামেলী শিকদারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, চাকরিস্থল হতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবরের পর চামেলী শিকদার ভারত থেকে দেশে ফেরার সংবাদ পাওয়া গেলেও তার বাড়িতে খোঁজ নিয়ে তার দেখা মেলেনি। এরপর তার সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। ফোন খোলা থাকলেও, কেউ কল রিসিভ করেননি। এ বিষয়ে জানতে অভিযুক্ত চামেলি শিকদারের স্বামী সুশান্ত সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বাড়িতে গিয়েও তার দেখা মেলেনি।

প্রসঙ্গত, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরিবার কল্যাণ সহকারী চামেলী শিকদারের বিরুদ্ধে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি চাকরি করেন সরকারি, কিন্তু অফিসে আসেন না। মাঠ পর্যায়ে কাজও করেন না। বছরের বেশিরভাগ সময়েই তিনি থাকেন দেশের বাইরে। ছুটিও নেন না। তবে অফিস থেকে মানুষের জন্য বিতরণকৃত ওষুধপত্র ঠিকই তুলে নিতেন।

স্থানীয়দের অভিযোগ, গত ১০ বছর ওই এলাকায় পরিবার কল্যাণের কোনও কাজই করেননি চামেলী শিকদার। কারণ তিনি দেশেই থাকেন না। ইতোমধ্যে এই স্বাস্থ্য কর্মকর্তা ভারতে বাড়িও করেছেন। সেখানে তার সন্তানরা থাকেন, পড়াশোনাও করে সেখানে। চাকরির বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ নিলেও তিনিও সন্তানদের সঙ্গে ভারতেই বেশিরভাগ সময় থাকেন বলে অভিযোগ স্থানীয়দের।

 

/টিটি/

সম্পর্কিত

ভাঙ্গায় আ.লীগের ফয়েজ পুনরায় মেয়র নির্বাচিত

ভাঙ্গায় আ.লীগের ফয়েজ পুনরায় মেয়র নির্বাচিত

৩৫ কেজির বাগাড় ৪৭ হাজারে বিক্রি

৩৫ কেজির বাগাড় ৪৭ হাজারে বিক্রি

ইভ্যালির গ্রাহকের পণ্য রাতের আঁধারে খোলা বাজারে বিক্রির অভিযোগ

ইভ্যালির গ্রাহকের পণ্য রাতের আঁধারে খোলা বাজারে বিক্রির অভিযোগ

দিঘলিয়ায় নৌকার প্রার্থীদের ভরাডুবি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১

খুলনার দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মাত্র একটি ইউপিতে নৌকার প্রার্থী জয় পেয়েছেন। চারটিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। আর একটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
 
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন ও সেনহাটি আড়ংঘাটা ও যোগীপোল ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিসের ঘোষণা অনুযায়ী বরাকপুর ইউপিতে নৌকার প্রার্থী গাজী জাকির হোসেন, আড়ংঘাটা ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী এসএম ফরিদ আক্তার, সদর ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র জিয়া গাজী, গাজীরহাট ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র মফিজুল ইসলাম ঠাণ্ডা, যোগীপোল ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র সাজ্জদুর রহমান লিংকন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

/টিটি/

সম্পর্কিত

খুলনার ৩৪ ইউপির ২১টিতে নৌকা জয়ী

খুলনার ৩৪ ইউপির ২১টিতে নৌকা জয়ী

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করালেন এমপি নাবিল

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করালেন এমপি নাবিল

প্রথমবারের মতো ঘেরের পাড়ে হলুদ তরমুজ চাষে সফলতা

প্রথমবারের মতো ঘেরের পাড়ে হলুদ তরমুজ চাষে সফলতা

পাচারের ৩ বছর পর দেশে ফিরলো ৩৭ কিশোর-কিশোরী

পাচারের ৩ বছর পর দেশে ফিরলো ৩৭ কিশোর-কিশোরী

তৃতীয়বারের মতো সোনাগাজীর মেয়র খোকন 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি মোট পাঁচ হাজার ৩৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু নাছের মোবাইলফোন প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৭৫ ভোট। 

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা এএম জহিরুল হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন। 

এবারের জয়ে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন টানা তিন মেয়াদে পৌর মেয়র নির্বাচিত হলেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৮৫। মোট ছয় হাজার ৮৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৫টি ভোট বাতিল হয়েছে। 

 

/টিটি/

সম্পর্কিত

মহেশখালী ও চকরিয়ায় নৌকার প্রার্থীরা মেয়র নির্বাচিত

মহেশখালী ও চকরিয়ায় নৌকার প্রার্থীরা মেয়র নির্বাচিত

সন্দ্বীপে ১২ ইউনিয়নের ১০টিতেই নৌকার জয়

সন্দ্বীপে ১২ ইউনিয়নের ১০টিতেই নৌকার জয়

সুবর্ণচর-হাতিয়ায় আ.লীগ ৯, স্বতন্ত্র ৪

সুবর্ণচর-হাতিয়ায় আ.লীগ ৯, স্বতন্ত্র ৪

দুর্ঘটনার এক মাস পর সেই চিকিৎসকের মৃত্যু

দুর্ঘটনার এক মাস পর সেই চিকিৎসকের মৃত্যু

স্বামী ভরণ‌পোষণ না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৩

ভরণপোষণ না দেওয়ায় স্বামীর ওপর অভিমান ক‌রে শাহনাজ বেগম (৩০) না‌মের এক গৃহবধূ গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছেন ব‌লে জানা গে‌ছে। সোমবার (২০ সে‌প্টেম্বর) বিকা‌লে ভোলা সদর উপ‌জেলার রাজাপুর ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের রামদাশপুর গ্রামে ঘটনাটি ঘ‌টে। নিহত শাহনাজ ওই গ্রা‌মের মো. মামুমের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে পা‌রিবা‌রিকভা‌বে মামুন ও শাহনা‌জের বি‌য়ে হয়। বিবা‌হিত জীব‌নে তা‌দের চার সন্তান র‌য়ে‌ছে। মামুন পেশায় জে‌লে। কিন্তু ঠিকমতো সংসার প‌রিচালনা ও স্ত্রী সন্তান‌দের ভরণপোষণ দি‌তে না পারায় স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া প্রায় ঝগড়া হচ্ছিলো। এ ঘটনার প‌রি‌প্রেক্ষি‌তে আজও তা‌দের ম‌ধ্যে ঝগড়া হয়। প‌রে বিকা‌লের দি‌কে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রেন তিনি।

ভোলার ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রের এসআই শেখ ফ‌রিদ বলেন, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে‌ছি। বিষয়‌টি তদন্ত চল‌ছে।

/এফআর/

সম্পর্কিত

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মূর্খতা: শ ম রেজাউল

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মূর্খতা: শ ম রেজাউল

সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ আহত

সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ আহত

মহাসড়কের গাছে ঝুলছিল লাশটি

মহাসড়কের গাছে ঝুলছিল লাশটি

ধর্ষণের অভিযোগে জাপা নেতা গ্রেফতার

ধর্ষণের অভিযোগে জাপা নেতা গ্রেফতার

মহেশখালী ও চকরিয়ায় নৌকার প্রার্থীরা মেয়র নির্বাচিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৯

কক্সবাজারে দুটি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে।

মহেশখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানান, মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মকসুদ মিয়া সাত হাজার সাত ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল প্রতীকে সাবেক মেয়র সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট।

চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, অপরদিকে চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী ২১ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হক পেয়েছেন ৯ হাজার ৮৮৬ ভোট।

 

/এমএএ/

সম্পর্কিত

তৃতীয়বারের মতো সোনাগাজীর মেয়র খোকন 

তৃতীয়বারের মতো সোনাগাজীর মেয়র খোকন 

সন্দ্বীপে ১২ ইউনিয়নের ১০টিতেই নৌকার জয়

সন্দ্বীপে ১২ ইউনিয়নের ১০টিতেই নৌকার জয়

সুবর্ণচর-হাতিয়ায় আ.লীগ ৯, স্বতন্ত্র ৪

সুবর্ণচর-হাতিয়ায় আ.লীগ ৯, স্বতন্ত্র ৪

দুর্ঘটনার এক মাস পর সেই চিকিৎসকের মৃত্যু

দুর্ঘটনার এক মাস পর সেই চিকিৎসকের মৃত্যু

প্রেমের ফাঁদে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২

বগুড়ায় বিয়ের প্রলোভনে এক গৃহবধূর নগ্ন ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মাহমুদ মুন্না (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে শেরপুর উপজেলার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড পাওয়া গেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, ওই গৃহবধূ মুন্নার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, মাহমুদ মুন্না বগুড়ার শেরপুর উপজেলার পূণ্যতলা শ্রীরামপুর গ্রামের জমশের আলীর ছেলে। ওই গৃহবধূর সঙ্গে একটি মোবাইল টেলিকমের দোকানে তার দেখা হয়। এরপর ফেসবুক আইডি সংগ্রহ করে বন্ধুত্ব করে। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর বিয়ের প্রলোভনে নগ্ন ছবি ও ভিডিও দাবি করে মুন্না। এতে গৃহবধূ রাজি না হলে তাদের মধ্যে মনোমালিন্য ঘটে। পরে ভিডিও কল থেকে ওই গৃহবধূর অর্ধনগ্ন কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করে সে। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেয় মুন্না। অন্যথায় সংগ্রহ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হুমকি দেয়। এতে ওই গৃহবধূ বগুড়া ডিবি পুলিশের সাইবার টিমের কাছে অভিযোগ করেন। এছাড়া শেরপুর থানায় মামলা করেন। সাইবার পুলিশের একটি টিম রবিবার রাতে গোপনে খবর পেয়ে শেরপুর বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতার মাহমুদ মুন্নার মোবাইল ফোনে একাধিক মেয়ের কাছ থেকে কৌশলে নেওয়া নগ্ন ছবি পাওয়া গেছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/

সম্পর্কিত

গরিবের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৩ কর্মকর্তা ৬ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গরিবের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৩ কর্মকর্তা ৬ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ আহত

সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৪ পুলিশ আহত

এক ছবি পোস্ট করেই ৭ বছর কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

এক ছবি পোস্ট করেই ৭ বছর কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

একটি সেতুর দাবিতে কেটে গেছে ৪৯ বছর

একটি সেতুর দাবিতে কেটে গেছে ৪৯ বছর

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ভাঙ্গায় আ.লীগের ফয়েজ পুনরায় মেয়র নির্বাচিত

ভাঙ্গায় আ.লীগের ফয়েজ পুনরায় মেয়র নির্বাচিত

৩৫ কেজির বাগাড় ৪৭ হাজারে বিক্রি

৩৫ কেজির বাগাড় ৪৭ হাজারে বিক্রি

ইভ্যালির গ্রাহকের পণ্য রাতের আঁধারে খোলা বাজারে বিক্রির অভিযোগ

ইভ্যালির গ্রাহকের পণ্য রাতের আঁধারে খোলা বাজারে বিক্রির অভিযোগ

মহাসড়কের গাছে ঝুলছিল লাশটি

মহাসড়কের গাছে ঝুলছিল লাশটি

১৬০ ইউপিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৬০ ইউপিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১০০ ভরি স্বর্ণ ও ৩৫ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৮

১০০ ভরি স্বর্ণ ও ৩৫ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৮

সাতক্ষীরায় নিউমোনিয়ার প্রকোপ, ১২ শিশুর মৃত্যু

সাতক্ষীরায় নিউমোনিয়ার প্রকোপ, ১২ শিশুর মৃত্যু

টেকনাফে সংঘাত, দুই কেন্দ্রে ভোট স্থগিত

টেকনাফে সংঘাত, দুই কেন্দ্রে ভোট স্থগিত

কক্সবাজারে নির্বাচনি সহিংসতায় নিহত ২

কক্সবাজারে নির্বাচনি সহিংসতায় নিহত ২

সর্বশেষ

দিঘলিয়ায় নৌকার প্রার্থীদের ভরাডুবি

দিঘলিয়ায় নৌকার প্রার্থীদের ভরাডুবি

জাতিসংঘ সদর দফতরের বাগানে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সদর দফতরের বাগানে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

তৃতীয়বারের মতো সোনাগাজীর মেয়র খোকন 

তৃতীয়বারের মতো সোনাগাজীর মেয়র খোকন 

স্বাধীনতার ২ বছর পর ফের ১৯৫ যুদ্ধাপরাধীর মুক্তি চান ভুট্টো

স্বাধীনতার ২ বছর পর ফের ১৯৫ যুদ্ধাপরাধীর মুক্তি চান ভুট্টো

আন্তর্জাতিক শান্তি দিবস আজ

আন্তর্জাতিক শান্তি দিবস আজ

© 2021 Bangla Tribune