X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নাটোর সদর ও সিংড়ায় বিধিনিষেধ

নাটোর প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৯:৪৬আপডেট : ০৮ জুন ২০২১, ১৯:৪৬

নাটোর সদর এবং সিংড়া পৌর এলাকায় করোনার সংক্রমণ রোধে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুন) দুপুরে জেলা প্রশাসক শাহ রিয়াজ এই বিজ্ঞপ্তি জারি করেন। ৯ জুন সকাল ৬টা থেকে ১৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।

বিধিনিষেধে উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ের মধ্যে নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সব গণপরিবহন বন্ধ থাকবে। ওষুধ, চিকিৎসাসেবা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব শপিং মল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যে সব সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় গণজমায়েত বন্ধ থাকবে।

অতি প্রয়োজনে মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। কৃষিপণ্য, খাদ্য সামগ্রী পরিবহন এবং আন্তঃজেলা পরিবহন সেবা এই আদেশের আওতা বহির্ভূত থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। তবে সরকারের রাজস্ব আদায় সংক্রান্ত দফতর এ আদেশের আওতাবহির্ভূত থাকবে এবং মন্ত্রিপরিষদ আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় সরকারি স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ২১ জনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।’

/এমএএ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!