X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ক্ষমতা থাকলে বিধায়কদের নিয়ে যাক: চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১৩:১০আপডেট : ০৯ জুন ২০২১, ১৩:২৪

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর থেকেই দলবদল নিয়ে চলছে নানা জল্পনা। এমনকি বিজেপি থেকে নির্বাচিত বিধায়করাও দল বেঁধে তৃণমূলে যোগ দেবেন বলে দাবি রাজ্যের শাসক দলের। সোমবার সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরই সপাটে ব্যাট চালালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, আমাদের বিধায়কদের নিয়ে যান।

বিধানসভা নির্বাচনের ফলে ক্ষমতার কাছাকাছিও পৌঁছাতে পারেনি বিজেপি। তার পর থেকেই দলের অন্দরে শুরু হয়েছে নানা সমীক্ষা। বিধানসভা ভোটের মুখে তৃণমূল থেকে যোগদানকারী একাধিক নেতা তৃণমূলে ফেরার জন্য লাইন দিয়েছেন। তৃণমূলের দাবি, সেই লাইনে রয়েছেন বিধায়করাও।

সোমবারের সাংবাদিক সম্মেলনে এ নিয়ে কথা বলেন অভিষেক। তিনি বলেন, ‘বিধানসভা ভোটের মুখে দল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা আজ তৃণমূলে ফিরতে তৈরি। আবার একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জয়ী বিধায়করাও তৃণমূলে যোগ দিতে চাইছেন। যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। বিজেপির সঙ্গে থাকতে চাইছেন না তারা। নিজেদের ভুল বুঝতে পেরে তারা আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের কর্মীদের কাছে ক্ষমা চাইছেন।’

অভিষেকের মন্তব্য নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হন দিলীপ ঘোষ। উত্তরে তিনি বলেন, ‘বাস্তবে কী হয়েছে সবাই দেখেছেন। অনেক বিধায়ক-সাংসদরা ওই দল ছেড়ে এসেছেন। আগে নিজের ঘর সামলান। আমি চ্যালেঞ্জ করছি, আমাদের বিধায়দের নিয়ে যান, আমরাও দেখে নেবো।’

রাজনৈতিক মহলের মতে, প্রতিপক্ষের বিরোধিতায় বরাবরই আগ্রাসী দিলীপ বাবু। ভোটের ফল আশানুরূপ না হলেও সেই ঝাঁঝ কমাতে নারাজ তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি