X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কানের মার্শে দ্যু ফিল্ম-এ নুহাশ হুমায়ূন

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৩:২৫আপডেট : ০৯ জুন ২০২১, ১৩:৫৫

কানের ৭৪তম আসরের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্ম-এর জন্য নির্বাচিত হলো নুহাশ হুমায়ূনের প্রথম চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’।

বিষয়টি নুহাশ নিজেই নিশ্চিত করেছেন। বলেছেন, ‘আমার প্রথম চলচ্চিত্রটি কানের বাণিজ্যিক বাজারে ওঠার জন্য নির্বাচিত হলো। এটা আমার জন্য খুবই উৎসাহের বিষয়।’

এর জন্য তিনি ধন্যবাদ জানান ভারতের ফিল্ম বাজারকে। যে প্রতিষ্ঠানের উদ্যোগে কানের মার্শে দ্যু ফিল্ম বিভাগে যুক্ত হলো ছবিটি। যার ফলে গোটা বিশ্বের উল্লেখযোগ্য সিনেমা কর্তারা নুহাশের ছবিটি বেচাকেনার সঙ্গে যুক্ত হতে পারবেন। কারণ এখানে প্রযোজক, পরিবেশক, সম্পাদক ও চলচ্চিত্র বিশেষজ্ঞরা অংশ নেন। চলতি বছর ৬ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিতব্য মার্শে দ্যু ফিল্মের একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘মুভিং বাংলাদেশ’।

নুহাশ হুমায়ূন এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের পর গত বছর ডিসেম্বরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’ নির্মাণের ঘোষণা দেন। দেশে রাইড শেয়ারিং অ্যাপের যাত্রা হওয়ার গল্প নিয়ে হচ্ছে সিনেমাটি। কীভাবে এক দল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেললো- সে গল্পই দেখানো হবে এই সিনেমায়।

সিনেমায় থাকবে ২০১৪-১৫ সালের বাংলাদেশ প্রেক্ষাপট। শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে চলতি বছরই।

নুহাশ হুমায়ূন আগেই (২০২০) বলেছিলেন, ‘সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে আরও এক বছর আগে। মানে ২০১৯ সালে। এরপর আমরা স্ক্রিপ্টটি নিয়ে ভারতের প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে যাই এবং সেখানে এ বছরের একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয় মুভিং বাংলাদেশ।’

মূলত সেই ফিল্ম বাজারের উদ্যোগেই এবার কানের মার্শে দ্যু ফিল্ম বিভাগে জায়গা করে নেয় ‘মুভিং বাংলাদেশ’।

গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।

নুহাশ হুমায়ূন এর আগে যুক্ত ছিলেন দেশের একমাত্র অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’র ১১ পরিচালকের একজন হিসেবে।

/এমএম/
সম্পর্কিত
কান থেকে অস্কার
কান থেকে অস্কার
অন্তর্জালে ছড়িয়ে পড়লো ‘রেহানা মরিয়ম নূর’, নেওয়া হলো আইনি ব্যবস্থা
অন্তর্জালে ছড়িয়ে পড়লো ‘রেহানা মরিয়ম নূর’, নেওয়া হলো আইনি ব্যবস্থা
অভিনয়ে কান সেরা জোন্স-রেনোত
অভিনয়ে কান সেরা জোন্স-রেনোত
কানে সেরা যারা
কানে সেরা যারা
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...