X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘সরকারের অগ্রাধিকার এখন টিকায়, মাস্কে নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৮:১৯আপডেট : ০৯ জুন ২০২১, ১৮:১৯

‘করোনার সংক্রমণ ঠেকাতে মাস্কের বিকল্প নেই। সবাইকে মাস্ক পরাতে হলে এটিকে সামাজিক রীতিতে রূপ দিতে হবে। কিন্তু টিকার বিকল্প মাস্ক নয়। এজন্য সরকারের অগ্রাধিকার এখন টিকায়, মাস্কে নয়।’

বুধবার (৯ জুন)  বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত আলোচনা সভায় গবেষক ও অর্থনীতিবিদরা এসব কথা বলেছেন।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম ও অদক্ষতা নিয়ে সমালোচনা করেন।

বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেনের সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি অংশ নেন  প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন— সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার।  সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশফিক মোবারক ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

আসিফ সালেহ তার প্রবন্ধে বলেন, ‘করোনা ঠেকাতে বিধিনিষেধ বা লকডাউন দেওয়া হচ্ছে। কিন্তু এই পদ্ধতি কার্যকর নয়, বরং অত্যন্ত ব্যয়বহুল।’ তিনি জানান, করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক কার্যকর ভূমিকা রাখছে বলে তাদের গবেষণায় উঠে এসেছে।

তিনি বলেন, ‘ব্র্যাক ইতোমধ্যে ৭ কোটি ৭০ লাখ মানুষের কাছে বিনা পয়সায় সার্জিক্যাল মাস্ক পৌঁছে দিয়েছে।’ তার মতে, করোনার বিস্তৃতি ঠেকাতে কমিউনিটি ছাড়া সম্ভব নয়। এ জন্য সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে।’

অপর প্রবন্ধে মুশফিক মোবারক বলেন, ‘এক লাখ ৩০ হাজার খানার ওপর করা জরিপে দেখা গেছে, প্রচারকের মাধ্যমে উদ্বুদ্ধ করার ফলে মাস্কের ব্যবহার ২৯ শতাংশ হারে বাড়ে, যা ১০ সপ্তাহ পর্যন্ত টেকসই হয়।’ বিনা পয়সায় মাস্ক বিতরণে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও প্রচারকের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

আবদুর রউফ তালুকদার বলেন, ‘আমাদের দেশে মানুষের আচরণ বড় সমস্যা। গ্রামের মানুষকে মাস্ক পরতে দেখা যায় না। অভিযান পরিচালনা করে, বল প্রয়োগ করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও মানুষকে মাস্ক পরানো যায়নি। কিন্তু দেখা যাচ্ছে, যেখানে–সেখানে মাস্ক পরে থাকে। এতে পরিবেশের ক্ষতি হয়।’ বিনা পয়সায় মাস্ক দেওয়া নিয়ে তিনি বলেন, ‘মাস্ক বিনা পয়সায় দেওয়া হবে। কিন্তু বিতরণ করবে কে? বিতরণ করতে গিয়ে ১০ টাকা করে খরচ হবে। তাই মাস্কের পরিবর্তে সরকার টিকার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। সব জায়গা থেকে টিকা পাওয়ার চেষ্টা করছে সরকার। সরকারের অগ্রাধিকার এখন টিকায়। মাস্কে নয়।’

মসিউর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে কথা হচ্ছে। অনেকে এসব অনিয়মের সঙ্গে মন্ত্রীর সম্পৃক্ততার কথা বলছেন। কিন্তু মন্ত্রীর পাশাপাশি সেখানে অন্যদেরও দায়িত্ব থাকে।’ তিনি বলেন, ‘মাস্ক এখন রক্ষা করবে। কিন্তু টিকার বিকল্প মাস্ক নয়।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
বরিশালে ঈদে বেড়াতে এসে দুই চাচাতো বোনসহ ৩ জন লাশ
বরিশালে ঈদে বেড়াতে এসে দুই চাচাতো বোনসহ ৩ জন লাশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’