X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় উদ্ধার বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জুন ২০২১, ২১:১০আপডেট : ০৯ জুন ২০২১, ২১:১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকলীগের নেতার বাড়ির নির্মাণাধীন দোকান থেকে উদ্ধার হওয়া টাইম বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে রাব-১৩ বোম ডিসপোজাল ইউনিটের দল। বুধবার (৯ জুন) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকার ফাঁকা মাঠে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান।

ওসি জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাব-১৩ রংপুরের বোম ডিসপোজাল ইউনিটের একটি দলটি বিকাল গোবিন্দগঞ্জে পৌঁছে। পরে তারা বোমাসদৃশ বস্তুটি প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা করেন। এরপর বাগদা ফার্মের ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

তিনি আরও জানান, নিষ্ক্রিয় করা বস্তুটি আসলে বোমা জাতীয় কোনও বিস্ফোরক দ্রব্য কিনা তা পরীক্ষার জন্য ঢাকার ফরেনসিক বিভাগে পাঠাবে বোম ডিসপোজাল ইউনিট। তবে এটি নিশ্চিত হতে অন্তত তিন-চার দিন সময় লাগবে। কে বা কারা বস্তুটি কৃষকলীগের নেতার বাড়িতে রেখে গেছে তা শনাক্ত করাসহ পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, সকালে গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন কৃষকলীগের ওয়ার্ড সভাপতি মেহেদী হাসানের বাড়ির নির্মাণাধীন দোকানের ইটের দেয়ালের ফাঁক থেকে টাইম বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। আধ কেজি ওজনের বস্তুটির সঙ্গে একটি অচল ঘড়ি, একটি ব্যাটারি ও টেলিফোনের তারসহ কালো টেপ দিয়ে পেঁচানো ছিল।

উল্লেখ্য, ২৫ মার্চ একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির পরিত্যক্ত একটি মর্টারশেল বিস্ফোরণে বাড়ির মালিক বোরহানউদ্দিনসহ তিন জনের মৃত্যু হয়। এছাড়াও গত ২১ ফেব্রুয়ারি রাতে গোবিন্দগঞ্জ শহীদ মিনার এলাকা থেকে একটি ককটেলসহ দুই জনকে আটক করে পুলিশ। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা