X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুর প্রাদুর্ভাব ৭৭ শতাংশ কমাবে যে মশা

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৫:৪১আপডেট : ১০ জুন ২০২১, ২১:০৫

ডেঙ্গু দমনে সহজ একটি কৌশল ব্যবহার করে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, পরীক্ষায় দেখা গেছে এই কৌশল ব্যবহার করে ডেঙ্গুর প্রাদুর্ভাব ৭৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব। এর জন্য তারা ‘অলৌকিক’ ব্যাকটেরিয়ায় আক্রান্ত কিছু মশা ব্যবহার করেছিলেন, যা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশার ক্ষমতাকে হ্রাস করে। ডেঙ্গু ভাইরাসকে সমূলে বিনাশ করার লক্ষ্যে ইন্দোনেশিয়ার ইয়োগাকার্টা শহরে এই পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা।

ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম টিমের তরফে বলা হয়েছে, এর মাধ্যমে বিশ্বজুড়ে ছেয়ে গেছে এমনও কোনও ভাইরাসের বিনাশ সম্ভব হতে পারে। ৫০ বছর আগে খুব কম মানুষই ডেঙ্গু সম্পর্কে জানতেন। কিন্তু ধীরে ধীরে এর প্রাদুর্ভাব বেড়েছে। ১৯৭০ সালে মাত্র ৯টি দেশ মারাত্মক ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছিল, কিন্তু এখন বছরে ৪০০ মিলিয়ন সংক্রমণ রয়েছে। ডেঙ্গুকে ‘ব্রেক-বোন ফিভার’ও বলা হয়ে থাকে। কারণ, এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তিরা পেশী ও হাড়ে তীব্র ব্যথা অনুভব করেন।

ইন্দোনেশিয়ার এই ট্রায়ালে ওলবাচিয়া ব্যাকটেরিয়ায় সংক্রমিত মশা ব্যবহার করা হয়েছিল। গবেষক ডা. কেটি অ্যান্ডার্স এই মশাগুলোকে ‘প্রাকৃতিকভাবে অলৌকিক’ হিসেবে বর্ণনা করেছেন। ওলবাচিয়া মশার ক্ষতি করে না, তবে এটি মানব শরীরের সেই অংশে ছড়িয়ে পড়ে, যেখানে ডেঙ্গু ভাইরাসের প্রবেশ লক্ষ করা যায়। ব্যাকটেরিয়াগুলো সংস্থানের জন্য প্রতিযোগিতা শুরু করে এবং ডেঙ্গু ভাইরাসের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক কমে যায়।

ট্রায়ালটিতে ওলবাচিয়ায় আক্রান্ত পাঁচ মিলিয়ন মশার ডিম ব্যবহৃত হয়। প্রতি দুই সপ্তাহে শহরে বালতির পানিতে ওই ডিম দেওয়া হতো। এই পদ্ধতিতে সংক্রমিত মশার জনসংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মোট ৯ মাস। ইয়োগাকার্টা শহরকে মোট ২৪টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সংক্রমিত মশার অর্ধেক এই অঞ্চলগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মশাগুলোকে ছেড়ে দেওয়ার পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৭ শতাংশ কমেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার প্রয়োজন, এমন রোগীর সংখ্যা কমেছে ৮৬ শতাংশ। এই কৌশলটি এতটাই সফল হয়েছে যে পুরো শহরে এই মশাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে সংলগ্ন এলাকাগুলোতেও একই প্রকল্প নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: নিউজ ১৮।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান