X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৬:৩৭আপডেট : ১০ জুন ২০২১, ১৬:৩৭

রাজধানী ও কুমিল্লায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল কালাম আজাদ, মো. রুবেল, মো. সাগর মিয়া ওরফে ভাসানী, মো. বাবু, মো. আফজাল হোসেন, মো. রাশেদুল ইসলাম ওরফে রাসেল, মো. ফারুক হোসেন ও মো. হেলাল হোসেন।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানিয়েছেন, গাড়ি চোর চক্রের সদস্যরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৮ জুন) বিকালে অভিযান চালানো হয়। এ সময় আবুল কালাম, রুবেল, সাগর, বাবু, আফজাল ও রাশেদুল নামের ছয় জনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি জানান, পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ফারুক ও হেলাল নামে আরো দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে আরও ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সবাই চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের সদস্য উল্লেখ করে সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চোরাই গাড়ি তারা নিজেরাই চালিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তী এলাকায় দিয়ে আসেন। এরপর এ চক্রের দলনেতা গ্রেফতারকৃত ফারুক চোরাই মোটরসাইকেলের রঙ-পার্টস পরিবর্তন করে চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উদ্ধার হওয়া চোরাই মোটরসাইকেলের বর্ণনা:

উদ্ধার হওয়া ১৭টি মোটরসাইকেলের বর্ণনা জানিয়েছে পুলিশ। সেই তথ্য অনুযায়ী, এগুলো মধ্যে একটি ছাড়া কোন বাইকেই রেজিস্ট্রেশন নম্বর প্লেট নেই। যেটির নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর দেয়া আছে, সেটি একটি লাল রঙের পালসার ১৫০ সিসি মোটর সাইকেল, যার চেসিস নম্বর- MD2A11CZ0FWE94588।

এছাড়া উদ্ধার হওয়া রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছাড়া অন্য মোটরসাইকেলগুলো হলো-

(১) লাল রঙের অ্যাপাচি আরটি আর ১৫০ সিসি মোটরসাইকেল, চেসিস নম্বর - MD624HC10G2N44263,
(২) নীল রঙের পালসার এনএস মোটর সাইকেল, চেসিস নম্বর-MD2A820Z2GCK02990,
(৩) নীল রঙের পালসার ১৫০ সিসি মোটর সাইকেল, চেসিস নম্বর-MD2A11CY5HWA89112,
(৪) কালো রঙের সুজকি ১৫০ সিসি মোটর সাইকেল, চেসিস নম্বর- NG4BW-110426, ঝালাইয়ের কারণে নম্বর অস্পষ্ট। ইঞ্জিন নম্বর- BGA1-662080
(৫) লাল রঙের হিরো গ্লামার মোটর সাইকেল, চেসিস নম্বর- MBLJA06EZCGK00162,
(৬) নীল ও কালো রঙের বাজাজ ডিসকভার মোটর সাইকেল, চেসিস নম্বর- MD2A14AZ8EWK05490
(৭) নীল রঙের হিরো হোন্ডা গ্লামার মোটর সাইকেল, চেসিস নম্বর- MBLJA06ANGGM10575
(৮) কালো রঙের সুজকি জিক্সার ১৫০ সিসি মোটর সাইকেল, চেসিস নম্বর- MB8NG4BAAF8130356,
(৯) লাল ও কালো রঙের বাজাজ ভিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল, চেসিস নম্বর- PSUB44BY3LTM58623,
(১০) সাদা রঙের ইয়ামাহা ফেজার মোটর সাইকেল, চেসিস নম্বর-2CL31404889,
(১১) কালো রঙের বাজাজ প্লাটিনা মোটর সাইকেল, চেসিস নম্বর- MD2A18AZ4FWK78896,
(১২) কালো রঙের ইয়ামাহা ভারসন-৩ আর-ওয়ান-১৫ (R-15) মোটর সাইকেল, চেসিস নম্বর- MH3RG4710LK142730 ,
(১৩) কালো ও সাদা রঙের আরটিআর টিভিএস অ্যাপ্যাচি মোটর সাইকেল, চেসিস নম্বর- MD634KE47F2F52838,
(১৪) কালো ও লাল রঙের বাজাজ পালসার, চেসিস নম্বর- PSUA11CY8MTA88687,
(১৫) একটি টিভিএস অ্যাপ্যাচি আরটিআর, ইঞ্জিন ও চেসিস নম্বর পাঞ্চিং।
এবং অপর একটি মোটরসাইকেলের বিস্তারিত কিছু জানানো হয়নি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি