X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সৌদি আরবে হামাস প্রতিনিধির স্ত্রীর মোবাইল জব্দ

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ২০:১২আপডেট : ১০ জুন ২০২১, ২০:৩৮
image

সৌদি আরবে আটক হওয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি মোহাম্মদ আল খোদারির স্ত্রীর মোবাইল জব্দ করেছে সৌদি আরব। এর ফলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না তিনি। মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রায় ৫০ দিন আগে ৮২ বছর বয়সী আল খোদারির বাড়িতে অভিযান চালায় সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। ওই সময় তার ৭০ বছরের স্ত্রী ওয়েজদানকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বামীর অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে কথা না বলতে তার কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওয়েজদানের সঙ্গে টেলিফোন আলাপের মাধ্যমে পরিবারের সদস্যরা খানিক স্বস্তি পেতেন। তবে তার ফোন জব্দ করে নেওয়ায় আল খোদারির বিচার বা অন্য কোনও পরিস্থিতির বিষয়ে সর্বশেষ খবর জানতে পারছেন না তারা।

মোহাম্মদ আল খোদারির ভাই আব্দুল মাজেদ আল খোদারি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ওয়েজদানকে জিজ্ঞাসাবাদ করে আর এপ্রিলে তাদের বাড়ির ভেতরের ও বাইরের ছবি তুলে নিয়ে যায়। পরে বাড়িটি তল্লাশি করা হয়। তাকে বলা হয়, সংবাদমাধ্যমের সঙ্গে তার আলাপচারিতা কর্তৃপক্ষের জন্য উদ্বেগের।

প্রায় তিন দশক ধরে সৌদি আরবের জেদ্দায় বসবাস করছেন মোহাম্মদ আল খোদারি। গত দুই দশক ধরে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হয়ে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের শুরুতে তাকে আটক করা হয়। প্রোস্টেস্ট ক্যান্সারে ভুগতে থাকা আল খোদারির চিকিৎসার দরকার হলেও কারাগারে সেই অধিকার পাচ্ছেন না তিনি।

আগামী ২১ জুন আল খোদারির বিচার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
এই দিনে সংঘটিত হয়েছিল ইতিহাস বদলে দেওয়া ‘বদর যুদ্ধ’ 
ইসরায়েলি জিম্মিদের স্বজনদের বিক্ষোভ, কয়েকজন আটক
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!