X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় আরও ৭ দিন লকডাউন

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুন ২০২১, ২০:৪৭আপডেট : ১০ জুন ২০২১, ২০:৪৭

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১৮ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক জানান, সংক্রমণের হার না কমায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ১২ থেকে ১৮ জুন পর্যন্ত সাতদিন বাড়ানো হয়েছে লকডাউন।

তিনি বলেন, লকডাউনের সাতদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত থাকবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনে মুদি দোকান ও কাঁচা বাজার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। প্রথম দফার লকডাউনে এই সময় ছিলো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রথম দফার সাতদিনের লকডাউন শেষ হবে শুক্রবার। শনিবার থেকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হবে।

করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ, সাতক্ষীরা-১ আসনের এমপি মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন হুসাইন সাফায়াত, পৌর মেয়র তাসকিন আহমেদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান।

সভায় জেলার সীমান্ত ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠপর্যায়ে আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়।

দ্বিতীয় দফার লকডাউনে মানুষকে বিধিনিষেধ মানাতে পুলিশ আরও কঠোর হবে বলে জানালেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

/এএম/
সম্পর্কিত
স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক
কোটি টাকার সোনা ভারতে পাচারের সময় একজন আটক
ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাতক্ষীরা মেডিক্যালের হল বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন