X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গ্যাস সংযোগ না পেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২১, ২১:৩৩আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় বৈধ গ্রাহকরা ৭২ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুন) উদ্ভবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। ‘সোনারগাঁও পৌরবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। এর আগে, বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ড্রিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন স্থানীয়রা।

মানববন্ধন চলাকালে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়ক বন্ধ করে দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা বৈধ গ্যাস সংযোগ গ্রাহক। তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে বৈধ গ্যাস লাইনও বন্ধ করে দিয়েছে। এতে করে সোনারগাঁও পৌর এলাকার একাংশের প্রায় আট হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও তিতাস জোনাল অফিস ঘেরাও করার ঘোষণা দেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সোনারগাঁও পৌরস ভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মধু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা ওসমান গণি, সোনারগাঁও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁও পৌর যুবলীগের সভাপতি আসাদ মিয়া, যুবলীগ নেতা ইসমাঈল আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ জুন দুপুর থেকে দৈলেরবাগ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাপ্লাই ইউনিট থেকে কোনও নোটিশ ছাড়াই সোনারগাঁ পৌর এলাকার একাংশের অবৈধ সংযোগের পাশাপাশি বৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দেয়।

/টিটি/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে দিনে কতটুকু গ্যাস পাওয়া যাবে?
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আতঙ্কে দিন কাটছে কলোনির বাসিন্দাদের
ইভিসি মিটার স্থাপনে কচ্ছপ-গতিও নেই
সর্বশেষ খবর
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা