X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণা, আটক ১

ভোলা প্রতিনিধি
১২ জুন ২০২১, ১১:১৮আপডেট : ১২ জুন ২০২১, ১১:১৮

ভোলায় একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার অভিযোগে বেগম নূর নাহার নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাগর বেকারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খান নূর নাহারের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা করেন। একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণের অভিযোগে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ এর ১৪ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।

গ্রেফতার নূর নাহার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালুপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কাজল ইসলাম জানান, নূর নাহার ২০১২ সালে প্রথম জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে উল্লেখ করেন: নাম নূর নাহার, বাবা– রফিকুল ইসলাম,  মা– হনুফা বিবি, স্বামী– মো. মহিউদ্দিন, জন্ম তারিখ– ০১/০১/১৯৯১, পেশা– গৃহিণী, ঠিকানা– কালুপুর, ১নং ওয়ার্ড, ইলিশা ইউনিয়ন। দ্বিতীয়বার ২০১৭ সালে একই ছবি ব্যবহার করে নাম-ঠিকানা পরিবর্তন করে আবারও জাতীয় পরিচয়পত্র করেন। সেখানে উল্লেখ করেন: নাম– তামান্না আকতার, বাবা– শামসুল হক দুলাল, মা– মনোয়ারা বেগম, জন্ম তারিখ– ১০/০৫/১৯৯৭, পেশা– ছাত্রী, ঠিকানা– ভোলা পৌরসভা ৮নং ওয়ার্ড, পশ্চিম উকিল পাড়া,  ভোলা সদর। নূর নাহারের বিরুদ্ধে একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ রয়েছে।

এর আগে ২০২০ সালের ২৬ অক্টোবর নূর নাহারের আগের স্বামী মো. মহিউদ্দিন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেন। সে সময় মহিউদ্দিন জানান,  ২০০৮ সালে নূর নাহারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীর অশালীন চলাফেরা ও একাধিক প্রেমে জড়িয়ে পড়ায় ২০১১ সালে তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তার পরেও নূর নাহার তার বিরুদ্ধে ১০টি মিথ্যা মামলা দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। এর পর সে তামান্না আকতার নামে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্য একটি বিয়ে করে।

উপজেলা নির্বাচন অফিসার জানান, এই নারী তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। যা আইন পরিপন্থী। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে তার সম্পর্কে অবহিত হওয়ার পর ভোটার তালিকা আইন ২০১০-এর ১৪ এবং ১৫ ধারায় মামলা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি জানান, গ্রেফতার নূর নাহারকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা