X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ শতাংশের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৬:৩৬আপডেট : ১২ জুন ২০২১, ১৭:২৫

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জন মারা গেছেন। এছাড়া গত একদিনে করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৩৭ জন; যেখানে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত একদিনের ৩৯ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত এই মহামারিতে মারা গেলেন ১৩ হাজার ৭১ জন। এ ছাড়া নতুন এক হাজার ৬৩৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত শনাক্ত হলেন আট লাখ ২৪ হাজার ৪৮৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনা থেকে দেশে সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ৬৪ হাজার ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৬৬১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৫৬ হাজার ৩৬৩টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৯ হাজার ৫৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৭৯৮টি।

দেশে বর্তমানে ৫১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন নয় হাজার ৪০৬ জন আর নারী মারা গেছেন তিন হাজার ৬৬৫ জন।

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল ও রংপুর বিভাগের আছেন দুইজন করে আর সিলেট বিভাগের আছেন একজন। আর এই ৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বাড়িতে মারা গেছেন তিনজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৪৭ জন, চট্টগ্রাম বিভাগের ৬৯৭ জন, রংপুর বিভাগের ৩০ জন, খুলনা বিভাগের ১১০ জন, বরিশাল বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১৩০ জন, সিলেট বিভাগের ৫৩ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন দুইজন।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি