X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিনব্যাপী গ্রামীণ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন তথ্য প্রতিমন্ত্রীর

জামালপুর প্রতিনিধি
১২ জুন ২০২১, ২২:৩০আপডেট : ১২ জুন ২০২১, ২২:৩০

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে দুটি ভবন ও উপজেলা পরিষদের প্রধান ফটকের নির্মাণকাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। একই সঙ্গে দিনব্যাপী গ্রামীণ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন তিনি।

শনিবার (১২ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে দুটি ভবনের নির্মাণকাজের উদ্বোধন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রতিটি গ্রাম হয়ে উঠবে শহর। যেন ভবিষ্যতে কাউকে গ্রাম ছেড়ে শহরে যেতে না হয়।

এর আগে উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রামের উন্নয়নকাজ, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের সড়ক, কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দা গ্রামের সড়ক, মহাদান ইউনিয়নের শানাকৈর বাজারের বারই-পটল সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সরকারি অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের দোতলা বাসভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলার আমার বাড়ি আমার খামার দোতলা কার্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে

এছাড়া উপজেলা পরিষদের অর্থায়নে ২১ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণাধীন তিনতলা মডেল মসজিদ নির্মাণকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মুরাদ।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রফিকুল ইসলাম, কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল, পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক ও সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছি: তথ্য প্রতিমন্ত্রী
‘সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন সেটা নিশ্চিত করা হবে’
সরকার সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা