X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এরিকসেনের জন্য রোনালদো-লেভানদোভস্কিদের প্রার্থনা

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২১, ০৩:৪৪আপডেট : ১৩ জুন ২০২১, ০৪:০৭

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হুট করেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরিকসেনকে যখন মাঠ থেকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কোপেনহেগেনের স্টেডিয়ামের বাইরে তখন জনতার ভিড়। সবার প্রার্থনা- ‘এরিকসেনের দ্রুত সুস্থতা।’ অবশ্য ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এরিকসেন সজাগ আছেন। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগবে তার।

এরিকসেনের মাটিতে লুটির পড়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনায় প্রার্থনা চলছে। সেই তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো থেকে শুরু করে আছেন রবার্ত লেভানদোভস্কি, লুকা মদরিচ, হ্যারি কেন- সবাই দ্রুত সুস্থতা চেয়ে প্রার্থনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরিকসেনের সঙ্গে একটি ম্যাচের ছবি পোস্ট করে পর্তুগিজ যুবরাজ রোনালদো লিখেছেন, ‘আমি হৃদয় থেকে প্রার্থনা করছি ক্রিস্টিয়ান এরিকসেন ও তার পরিবারের জন্য। ফুটবল বিশ্ব সুসংবাদ অপেক্ষায় রয়েছে। আমিও অপেক্ষায় আছি, ক্রিস! শিগগিরই আমরা একই মাঠে খেলবো। শক্ত থাকো।’

এরিকসেনের একসময়কার সতীর্থ টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেনের টুইট, ‘ক্রিস। তোমার ও তোমার পরিবারের জন্য আমার অনেক ভালোবাসা। সাহস রাখো আমার বন্ধু।’

পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার লেভানদোভস্কির টুইট, ‘এই ধরনের দৃশ্য দেখা আমাদের সবার জন্য ভীষণ কষ্টকর। শুনে খুশি হলাম যে এরিকসেনের অবস্থা স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ টুইটারে শুধু একটাই শব্দ লিখেছেন, ‘এরিকসেন’। এতটুকুতেই তার প্রার্থনা আর ভালোবাসা ফুটে উঠেছে। ইংল্যান্ডের সাবেক ফুটবলার ফ্যাব্রিস মুয়াম্বা লিখেছেন, ‘প্লিজ গড!!!’ এই একটি শব্দেই বোঝা যাচ্ছে হুট করে ঘটে যাওয়া ঘটনায় কতটা মর্মাহত মুয়াম্বা।

শুধু বাইরে নয়, বাংলাদেশেও এরিকসেনের জন্য প্রার্থনায় তার ভক্তরা। বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝে এরিকসেন পরিচিত মুখ। গত মৌসুমেই রিয়াল মাদ্রিদ তাকে কিনতে চেয়েছিল। রিয়াল ভক্তরা তাকে মনেপ্রাণে দেখতে চেয়েছিল প্রিয় ক্লাবে। যদিও ডেনিশ মিডফিল্ডার বর্তমানে খেলছেন ইন্টার মিলানে, যারা আবার এবার সিরি ‘আ’ জিতেছে।

তবে ইউরোর দ্বিতীয় দিনের ঘটনায় আসলে পক্ষ-বিপক্ষ বলে কিছু নেই। সবার প্রার্থনায় এরিকসেনের সুস্থতা। লিভারপুলের সমর্থক হলেও যেমন ফায়েজ আহমেদ এরিকসেনেরও বড় ভক্ত। পেশায় সাংবাদিক এই ফুটবলভক্ত নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘এরিকসেনের জন্ম ১৯৯২ সালে। সেই বছরই ডেনমার্ক রুপকথার জন্ম দিয়ে ইউরো জেতে। আধুনিক ফুটবলে প্রফেশনাল ফুটবলার মানেই এক অবিশ্বাস্য চাপ। তার ওপর মহামারীর অভূতপূর্ব মানসিক পীড়ণেও খেলা থেমে নেই। এরিকসেন দ্রুত ফিরে আসুন, এটাই প্রার্থনা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা