X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মোংলা ইপিজেডে চীনা নাগরিকসহ ২৪ জনের করোনা শনাক্ত

মোংলা প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৭:২৯আপডেট : ১৩ জুন ২০২১, ১৭:২৯

বাগেরহাটের মোংলা ইপিজেডে জিংয়াও কিন জুয়ান (৩৩) নামে এক চীনা নারী কর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার (১৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। তিনি জিনলাইট গার্মেন্টসের টেকনিশিয়ান। জিংয়াও কিন জুয়ান ও তার স্বামী ওই একই ফ্যাক্টরিতে চাকরি করেন।

মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ সিদ্দিক বলেন, ‘করোনা শনাক্ত হওয়া জিনলাইট ফ্যাক্টরির টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ানকে কঠোর নজরদারিতে আইসোলেশনে রাখা হবে।’ তবে এই মুহূর্তে ওই ফ্যাক্টরিটি লকডাউনের কোনও প্রয়োজন নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘কারণ বিদেশিরা খুবই সতর্ক। তাই যিনি শনাক্ত হয়েছেন তিনি তো আলাদা থাকবেনই এবং অন্য যারা ওখানে আছেন তারাও সতর্ক অবস্থায়ই থাকবেন।’

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ‘শনাক্ত হওয়া ওই নারী টেকনিশিয়ানের সংস্পর্শে বা কাছাকাছি যারা এসেছিলেন তাদের বাছাই করে নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হবে। যদি পরীক্ষায় আক্রান্তের হার বেশি পাওয়া যায় তাহলেই ফ্যাক্টরিটি লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে।’

রবিবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৪ জনের মধ্যে ওই চায়নিজ টেকনিশিয়ানও রয়েছেন। রবিবারের শনাক্তের হার ৫৪.৫৪ ভাগ। এর আগে শনিবারের হার ছিল ৫৭ ভাগ।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।’ চলমান বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ইপিজেডের কর্মজীবীদের নদী পারাপার ও অফিসের কাজকর্ম একাধিক শিফটিংয়ের মাধ্যমে চালানোর জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া