X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে ভারতীয় উচ্চশিক্ষা ব্যবস্থার দ্বার উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি
১৩ জুন ২০২১, ১৮:৫৮আপডেট : ১৩ জুন ২০২১, ১৮:৫৮

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং স্টাডি ইন ইন্ডিয়া ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প শুরু করেছে। গত ১১ জুন শুরু হওয়া এই ভার্চুয়াল এক্সপো চলবে ১৫ জুন পর্যন্ত।

পাঁচ দিন ব্যাপী এ ভার্চুয়াল এক্সপোতে করোনাভাইরাস মহামারি চলাকালীন সময়ে ৪৫টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভারতের বহু সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে উচ্চশিক্ষার জন্য সহায়তা করা হবে। তা ছাড়া ভার্চুয়াল এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ দেওয়া হবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া ভার্চুয়াল এক্সপো’ ইভেন্টে ভারতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য বিভিন্ন অনুষদের প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পারবে।

ভারতে উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে শিক্ষার্থীরা খুব সহজেই চলমান করোনা পরিস্থিতিতে নিজেদের বাড়িতে সুরক্ষিত থেকে অনলাইনে অংশগ্রহণের মাধ্যমে জানতে পারে। এজন্য শিক্ষার্থীদের এক্সপোতে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে এই লিঙ্কে (ওয়েবসাইট) ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। 

‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রোগ্রাম ভারতবর্ষের সুনামধন্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভারতে পড়াশোনা করতে সহায়তা করে। এই প্রোগ্রামটি ভারত সরকারের উদ্যোগ, যা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা শিক্ষার্থীদের জন্য সে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়।

এডসিল’র সিএমডি মনোজ কুমার ভার্চুয়াল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বলেন, ‘এটি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনন্য সুযোগ। সাধারণত যেকোনও শিক্ষা মেলায় আমাদের সীমিত সংখ্যক স্টল এবং সরাসরি কথা বলার জন্য সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়। তবে ভার্চুয়াল এক্সপোতে শিক্ষার্থীরা আগামী পাঁচ দিনের মধ্যে তাদের পছন্দমতো সময়ে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবে। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থেকে এবং এমনকি কোনও খরচ ছাড়াই এতে অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা।’

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বলিয়া বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বের উচ্চশিক্ষা গ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ভারতীয় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করা। চলমান বৈশ্বিক মহামারিতে ভার্চুয়াল এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই ঘরে বসে তথ্য পাবে এবং ভারতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সিদ্ধান্ত নিতে পারবে।’

 

/এনএইচ/
সম্পর্কিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
গবেষকদের সঙ্গে এআইইউবি’র চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা