X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কলেজ শিক্ষার্থীদের ফটোগ্রাফি চর্চা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ০৯:১৯আপডেট : ১৪ জুন ২০২১, ০৯:১৯

‘ক্লিক অ্যান্ড গ্রো’ স্লোগান নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো কলেজ শিক্ষার্থীদের ব্যতিক্রমি অনুষ্ঠান ফটোগ্রাফি চর্চা। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ফটোগ্রাফি ক্যারিয়ার, নেতৃত্বচর্চা এবং নেটওয়ার্ক তৈরি নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফটোগ্রাফি চর্চা অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফিতে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থীরা এ তথ্য জানান।

সংগঠানের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সর্বপ্রথম স্কুল এবং কলেজ শিক্ষার্থীদের অন্যতম বড় ফটোগ্রাফি চর্চার প্লাটফর্ম ‘বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন’ করোনার সময় স্বাস্থবিধি মেনে গত শনিবার বনানীর ক্লাব নটরডেমিয়ানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করে। 

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটি মূলত কলেজ শিক্ষার্থীদের ফটোগ্রাফি চর্চাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। কলেজ ফটোগ্রাফার শিক্ষার্থীদের কলেজ জীবন থেকেই ক্যারিয়ার-স্টার্টআপ ভাবনায় উৎসাহিত করে আসছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় লিডারশিপ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্সসহ জীবনমুখী নানারকম বিষয় নিয়ে বিনামূল্যে দেশের কিছু স্বনামধন্য ব্যক্তিরা মেন্টর হিসেবে কোর্স এবং সেশন নিয়েছেন। 

অ্যাসোসিয়েশনে বাংলাদেশের প্রথম সারির প্রায় ২৬টি কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, নটরডেম কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক কলেজ।

এছাড়া সিগনেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা, ‘পিক্সেলেন্স’ সংগঠনের অন্যতম সাফল্যের উদাহরণ। প্রায় ১৮৫টি স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলা এই ফটোগ্রাফি এক্সিবিশন এ অংশ নিয়েছিল এক হাজার তিনশ’র বেশি কলেজ শিক্ষার্থী।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিপিএ’র ফাউন্ডার এ. কে. এম শাকুরুল আলম, কো-ফাউন্ডারস ইয়ামিন ইকবাল সাবাথ এবং ফারহান আহমেদ রাফিন, কন্টেন্ট ডিপার্টমেন্ট প্রধান নির্বাচিতা পাল, মিডিয়া ডিপার্টমেন্ট প্রধান এস বি কাব্য, কমিউনিকেশন ডিপার্টমেন্ট এর প্রধান মায়িশা তাবাসসুম মমিসহ প্রমুখ সিনিয়র এবং জুনিয়র বোর্ড মেম্বাররা।

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএ’র কোর্স পরিচালক স্ট্রিট ফটোগ্রাফার রাকিবুল আলম খান। প্রতিযোগিতার বিচারক আশরাফুল আলম শোভন, জেসিআই ঢাকা ইয়ংয়ের ইভিপি সানজিদা শারমিন, ভাইস প্রেসিডেন্ট এসএম মুক্তাদিরুল হক, সংগঠনের ক্যারিয়ার ওয়ার্কশপ পরিচালক জাইম মহিউদ্দিন।

 

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা