X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জান্তার কাঠগড়ায় সু চি

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ১৭:১৮আপডেট : ১৪ জুন ২০২১, ১৭:২৭

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আটক মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বিচারকাজ শুরু হচ্ছে। ঘুষ গ্রহণ এবং ঔপনিবেশিক সময়ের গোপনীয়তা আইন লঙ্ঘনসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগে এনেছে জান্তা সরকার। সামরিক শাসনের বিরুদ্ধে গত চারমাস ধরে সহিংস আন্দোলনের মধ্যেই সোমবার বিচারের মুখোমুখি হচ্ছেন শান্তিতে নোবেল জয়ী সু চি।

রাজধানী নেপিদো'র বিশেষ আদালতে বিচারকাজ শুরু হচ্ছে। এএফপি’র সাংবাদিক জানিয়েছে, ইতোমধ্যে সেখানে বিপুল সংখ্যাক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

গেল পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এরপর থেকেই আটক আছেন তিনি। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে নাগরিক অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ চলছে। আন্দোলন দমন করতে গিয়ে আট শতাধিক মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে সু চির দল বিলুপ্ত করার হুমকিও দিয়েছে জান্তা সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অবৈধভাবে ছয়টি রেডিও আমদানি ও ব্যবহার এবং নির্বাচনে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সেনা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগও তুলেছে।

গত বছরের নভেম্বরে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রোসি বিপুল ভোটে জয় লাভ করে। সেই নির্বাচনে ভরাডুবি হয় সেনা সমর্থিত দলের। ওই নির্বাচনে হারের পেছনে সু চি'র বিরুদ্ধে কারচুপির অভিযোগ জান্তা সরকারের।

সু চি’র আইনজীবী খিন মাং জাও শুনানির আগে এএফপি-কে জানান, ‘আমরা ভালো কিছুর প্রত্যাশায় আছি তবে সবচেয়ে খারাপ কিছু শোনার জন্যও প্রস্তুত’। ৭৫ বছর বয়সী সু চি’র বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রমাণিত হলে তাকে এক দশকের বেশি সময় কারাগারে থাকতে হতে পারে।

একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন অল্টারনেটিভ আসিয়ান নেটওয়ার্ক অন বার্মা’র সমন্বয়কারী ডেবি স্টোথার্ড। তিনি জানান, 'সু চিকে আজীবন কারাগারে রাখার পাঁয়তারা চালাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

গৃহবন্দি সু চির সঙ্গে তার আইনজীবী এ পর্যন্ত মাত্র দু’বার দেখা করার সুযোগ পেয়েছেন। তিনি আশাবাদী আগামী ২৬ জুলাইয়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে।

মিয়ানমারের জান্তা সরকারের দাবি, ক্ষমতায় থাকাকালে অং সান সু চি ঘুষ হিসেবে ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছয় লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ও ১১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ নিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এর আগে জানায়, দাতব্য সংস্থা দাউ খিন কিই ফাউন্ডেশনের সভাপতি থাকাকালে সু চি জমির অপব্যবহার সম্পর্কিত অভিযোগের পাশাপাশি ঘুষ হিসেবে অর্থ ও স্বর্ণ গ্রহণ করেন। যদিও সব অভিযোগ প্রত্যাখান করে আসছেন সু চি।

/এলকে/
সম্পর্কিত
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ