X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাস্তায় হাঁটু কাদা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০২১, ২০:০৭আপডেট : ১৪ জুন ২০২১, ২০:০৭
image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বিশা থেকে মর্তুজাপুর পর্যন্ত গ্রামীণ কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে হাঁটু কাদা হওয়ায় গ্রামবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বারবার আবেদন জানিয়েও সংস্কার করাতে না পেরে রাস্তাটিতে ধানের চারা রোপণ করে অভিনবভাবে প্রতিবাদ জানিয়েছেন এলাকার তরুণ-যুবকরা। সোমবার (১৪ জুন) ধানের চারা রোপণ করে অবিলম্বে রাস্তাটি পাকা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশা থেকে মর্তুজাপুর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি ওই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই পথে জিয়ানগরের মহিষমুন্ডা, হেরুঞ্জ, পারলা, মাধাইমুড়ি, বারাদীঘি গ্রামের বিপুল সংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কাঁচা এ রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

সম্প্রতি বৃষ্টিপাত শুরু হওয়ায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়ে কাদা ও পানিতে একাকার হয়ে গেছে। গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জিয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাকিম তালুকদার জানান, রাস্তাটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের। তিনি রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী অফিসে আবেদন করেও
ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন। বাধ্য হয়ে তিনি নিজেই রাস্তাটির মর্তুজাপুর থেকে আরসিসি ও বিশা থেকে ইটের এইচবিবি করার প্রকল্প নিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন বলেও জানান এ স্থানীয় জনপ্রতিনিধি।

দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী রবিউল আলম জানান, রাস্তাটি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের হলেও তা এখনও তালিকাভুক্ত হয়নি। তাই উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। তবে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে। এরপর কার্পেটিং করে জনগণের দুর্ভোগ লাঘব করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়