X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডেনমার্ক সতীর্থদের ভিডিও বার্তা পাঠিয়েছেন এরিকসেন

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ২০:২৬আপডেট : ১৪ জুন ২০২১, ২০:২৬

খানিক সময়ের জন্য থমকে গিয়েছিল ফুটবল বিশ্ব। উৎকণ্ঠার সঙ্গে আশঙ্কার মেঘ জমাট বেঁধেছিল সব ফুটবলভক্তের মনে। ক্রিস্টিয়ান এরিকসেন ভালো আছেন তো? ডেনমার্ক সতীর্থদের মানব দেয়াল বানানো কিংবা চাদরে মোড়ানো অবস্থায় তার মাঠ ছাড়ার দৃশ্যে আশঙ্কার প্রশ্ন জাগে। ঘণ্টাখানেক পর জানা যায়, ভালো আছেন এরিকসেন। তবে ফুটবল বিশ্ব এখনও উৎকণ্ঠায় তার সবশেষ অবস্থা জানার। এরই মাঝে স্বস্তির খবর এসেছে ডেনমার্ক ক্যাম্প থেকে।

ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে কার্ডিয়াক অ্যারেস্টে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। দ্রুত নেওয়া হয় হাসপাতালে। সামিয়ক বন্ধ থাকা ম্যাচটি ফের শুরু হলে হেরে যায় ডেনমার্ক। সতীর্থের অসুস্থতায় স্বাভাবিকভাবেই খেলার মতো অবস্থায় ছিল না ডেনিশরা। তবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে ফিরতে ডেনমার্কের খেলোয়াড়রা অনুপ্রেরণা পাচ্ছেন সেই এরিকসেনের কাছ থেকেই। হাসপাতাল থেকে এই মিডফিল্ডার সতীর্থদের ‍জন্য ভিডিও বার্তা পাঠিয়েছেন।

ডেনমার্ক মিডফিল্ডার পিয়েরে-এমিলে হোইবিয়ার্গ জানিয়েছেন, হাসপাতাল থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন এরিকসেন। ইন্টার মিলান মিডফিল্ডার তার সতীর্থদের উদ্দেশ্য বলেছেন, তিনি ভালো আছেন। একই সঙ্গে বৃহস্পতিবার বেলজিয়ামের বিপক্ষে পরের ম্যাচে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে।

আজ (সোমবার) ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাকব হোয়েয়ার বলেছেন, ‘তার (এরিকসেন) সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। গতকাল হয়েছে, আজও যোগাযোগ হয়েছে। তার অবস্থা স্থিতিশীল, ভালো আছে।’

এরিকসেনের এজেন্ট মার্টিন স্কুটস দিয়েছেন আরও ভালো খবর। হাসপাতালে হাসিখুশি আছেন ডেনিশ তারকা। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তকে স্কুটস বলেছেন, ‘ক্রিস্টিয়ান হাল ছাড়ছেন না। তিনি ও তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রবিবার সকালে তার সঙ্গে কথা হয়েছে। তিনি মজা করছেন, হাসিখুশি আছেন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়