X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উত্তর প্রদেশে হামলার শিকার বয়স্ক মুসলিম, কাটা হলো দাড়ি

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ০৬:০১আপডেট : ১৫ জুন ২০২১, ০৬:০১
image

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন এক বয়স্ক মুসলিম ব্যক্তি। গত ৫ জুন আবদুল সামাদ নামের এই ব্যক্তিকে অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের একটি ভিডিও সামনে সামনে আসার পর হামলাকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আবদুল সামাদের অভিযোগ গত ৫ জুন তাকে অটোরিকশা থেকে নামিয়ে কাছের একটি জঙ্গলের মধ্যে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘জয় শ্রীরাম’, ‘বন্দে মাতরম’ স্লোগান দেওয়া ব্যক্তিরা তাকেও একই স্লোগান দিতে বাধ্য করে। এছাড়া তাকে ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়েও পেটানো হয়। পাকিস্তানি গোয়েন্দা অভিযুক্ত করে হামলাকারীরা ছুরি দিয়ে তার দাড়িও কেটে দেয়।

ঘটনার পর সামনে আসা এক ভিডিওতে দেখা গেছে, হামলাকারীদের কাছে অনুনয় করছেন আবদুল সামাদ। ভিডিওতে এক তরুণকে সামাদকে ছুরি নিয়ে হুমকি দিতে এবং দাড়ি কেটে দিতেও দেখা গেছে।

আবদুল সামাদ বলেন, ‘নামাজ পড়তে যাওয়ার পথে আমাকে গাড়িতে উঠতে বলা হয়। ওই সময় আরও দুই ব্যক্তি উঠে আমাকে বসে থাকতে বলে। পরে তারা আমাকে একটি ঘরে নিয়ে যায় আর আটকে রেখে মারধর করে। স্লোগান দিতে বাধ্য করে... মোবাইল কেড়ে নেয়... আর ছুরি দিয়ে দাড়ি কেটে দেয়।’ তিনি বলেন, অন্য মুসলিমদের ওপর হামলার ভিডিও আমাকে দেখানো হয়। তিনি জানান হামলাকারীরা দাবি করে তারা আগেও বহু মুসলিমকে খুন করেছে।

এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মূল অভিযুক্ত হিসেবে প্রভেশ গুজ্জার নামে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে। এছাড়া অন্যদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অতুল কুমরা সোনকার জানিয়েছেন, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/জেজে/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট