X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বন্ধ ঘোষণার ৭ দিনের মাথায় আবার চালু বায়েজিদ লিংক রোড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২১, ১৩:১৪আপডেট : ১৫ জুন ২০২১, ১৩:১৪

বন্ধ ঘোষণার সাত দিনের মাথায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড পুনরায় চালু করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) থেকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস। এর আগে, গত ৯ জুন পাহাড় ধস ও বাকি কাজ সম্পন্ন করার কথা বলে সড়কটি তিন মাসের জন্য বন্ধ করে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

প্রকৌশলী হাসান বিন শামস বাংলা ট্রিবিউনকে বলেন, লিংক রোড বন্ধ করে দেওয়ায় সড়কে যানজট বেড়ে যায়। পরে পুলিশ কমিশনার সড়কটি খুলে দেওয়ার অনুরোধ জানান। আমরা নিজেরাও দেখেছি সড়কটি বন্ধ করায় শহরে যানজট বেড়েছে। তাই পুনরায় খুলে দেওয়া হয়েছে। সড়ক থেকে সব ধরনের প্রতিবন্ধকতাও তুলে নেওয়া হয়েছে। আজ থেকে পুনরায় যান চলাচল করতে পারবে। তবে সড়কটির ফুটপাত এখনও বন্ধ থাকবে। যেকোনও ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।

বন্ধ ঘোষণার সময় সিডিএ থেকে বলা হয়েছিল, সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এরপরও ওই সড়ক দিয়ে কিছু যানবাহন চলাচল করছে। শুক্র, শনিবার অনেকে ওই সড়কে বেড়াতে যান। বর্ষায় পাহাড় ধসে পড়ে যেন কোনও দুর্ঘটনা না ঘটে, সেই জন্য ওই সড়কে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও জানানো হয়, শুধু পাহাড় ধসের শঙ্কা নয়। ওই সড়কে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। যে কারণে ওই সড়কটি বন্ধ রাখা খুব দরকার। এসব কারণে ৩০ আগস্ট পর্যন্ত এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সড়ক বন্ধ রাখতে এরই মধ্যে ট্রাফিক বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারহাট অংশে ব্রিকফিল্ড বরাবর এবং বায়েজিদ বোস্তামি অংশে এশিয়ান ইউনিভার্সিটির সামনে সম্পূর্ণ ব্লক করে দেওয়া হবে।

প্রসঙ্গত, সড়কটি নির্মাণের জন্য সিডিএ পরিবেশ অধিদফতরের কাছ থেকে আড়াই লাখ ঘনফুট পাহাড় কাটার অনুমোদন পায়। কিন্তু বাস্তবে তারা এর কয়েকগুন বেশি মাটি কাটে। যে কারণে প্রতিষ্ঠানটিকে পাহাড় কাটার দায়ে ১০ কোটি টাকা জরিমানা করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা