X
সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৭ শ্রাবণ ১৪২৮

সেকশনস

খুলনার করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:২২

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। করোনা পজিটিভ পাঁচ রোগীর একজন খুলনার ও বাকি চার জন বাগেরহাটের। এ নিয়ে করোনা হাসপাতালে এখন পর্যন্ত ৩১২ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হলো। বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত এখানে ১৩৯ জন ভর্তি রয়েছেন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে। তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৩৯ রোগী ভর্তি ছিল। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৭০ জন এবং বাকি ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৮ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৫০ জন। এ সময়ে মারা গেছেন ৯ জন। ৫ জন ছিলেন করোনা পজিটিভ।

এদিকে করোনা পরিস্থিতির ক্রম অবনতির মুখে খুলনা জেনারেল হাসপাতালেও করোনা ইউনিট করা হচ্ছে। আগামী রবি অথবা সোমবার করোনা ইউনিটটি চালুর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৭০ শয্যার অক্সিজেন পোর্ট সংযুক্ত আছে, এ কারণে প্রাথমিকভাবে ওই শয্যাতেই করোনা ইউনিট চালু করা হবে।

 

/টিটি/

সম্পর্কিত

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

অক্সিজেন ছাড়াই দাঁড়িয়ে আছে অনুদানের ট্যাংক

অক্সিজেন ছাড়াই দাঁড়িয়ে আছে অনুদানের ট্যাংক

খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন 

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন 

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০১:২৫

গত জুলাই মাসে খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় এক হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এক মাসে এটি বিভাগের সর্বাধিক মৃত্যু। একই মাসে সর্বাধিক ৩৬ হাজার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ডও হয়েছে জুলাই মাসে। গত জুন মাসে বিভাগে মৃৃত্যু হয়েছিল ৪২৫ জনের। সে হিসাবে জুনের চেয়ে জুলাই মাসে তিন গুণ বেশি মৃত্যু হয়েছে। জুনে করোনা শনাক্ত হয়েছিল ২২ হাজার ৬২৬ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য জানিয়েছে। একদিনে খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল ৯ জুলাই। ৭ জুলাই সর্বোচ্চ এক হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, অসচেতনতা ও মাস্ক ব্যবহারে অনীহা এবং করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পাশাপাশি করোনা শনাক্ত হওয়ার পর শেষ মুহূর্তে হাসপাতালে আসায় মৃত্যু বেড়েছে। হাসপাতালে জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্বল্পতা, অক্সিজেন সংকট, সতকর্তার ক্ষেত্রে সাধারণ মানুষের উদাসীনতা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা মৃত্যুর সংখ্যা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সংক্রমণের শুরু থেকে ৩১ জুলাই সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৩২ জনের। মৃতের সংখ্যা দুই হাজার ৩৮৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৭৮৬ জন। 

এখন পর্যন্ত মৃত্যুর দিক থেকে খুলনা শীর্ষে রয়েছে। খুলনায় মারা গেছেন ৬২৪, কুষ্টিয়ায় ৫৫৩, যশোরে ৩৪৪, ঝিনাইদহে ২০২, চুয়াডাঙ্গায় ১৬১, মেহেরপুরে ১৩৭, বাগেরহাটে ১২৩, নড়াইলে ৯২, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৬৭ জন।

/এএম/

সম্পর্কিত

রংপুর বিভাগে করোনায় আরও ১৮ মৃত্যু

রংপুর বিভাগে করোনায় আরও ১৮ মৃত্যু

খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন 

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন 

পর্নোগ্রাফিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামীর কারাদণ্ড

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:৫৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়িছাড়া করার দায়ে মোরসালিন নামে এক যুবককে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মোরসালিন (৩২) উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের ফজর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার এক তরুণীকে বছরখানেক আগে অপহরণের পর বিয়ে করে মোরসালিন। বিয়ের পর থেকে পর্নো ভিডিও তৈরির চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় দেড় লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে না পারায় শুরু হয় নির্যাতন। গত শুক্রবার সকালে আবার নির্যাতন করা হয়। ওই দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। অভিযোগের পরিপ্রেক্ষিতে মোরসালিনকে রবিবার আটক করে পুলিশ। 

ভুক্তভোগী জানান, তার স্বামী মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। পর্নো ভিডিও করতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হয়। গত ৮ জুলাই স্বামী তার বন্ধুদের সঙ্গে অনৈতিক কাজ করতে বলেছিল। এতে রাজি না হওয়ায় মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএনও আতিকুল ইসলাম বলেন, মোরসালিনকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্বীকার করে। পরে তাকে এক বছর কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

/এএম/

সম্পর্কিত

ছেলের হাতে বাবা খুন, ২২ ঘণ্টায় আদালতে অভিযোগপত্র

ছেলের হাতে বাবা খুন, ২২ ঘণ্টায় আদালতে অভিযোগপত্র

হাসেম ফুড কারখানায় আগুন: ৪৫ মরদেহ শনাক্ত

হাসেম ফুড কারখানায় আগুন: ৪৫ মরদেহ শনাক্ত

দিনভর ভোগান্তি শেষে স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

দিনভর ভোগান্তি শেষে স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:২৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সিলেটে পাঠানো হয়েছে। রবিবার (১ আগস্ট) সন্ধ্যায় করগাঁও ইউনিয়নে শাখোয়া ও করগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে আমন ক্ষেতে এই ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, করগাঁও ইউনিয়নের গউস মিয়ার ফিশারির পাশে একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে শাখোয়া গ্রামের বেনু মিয়ার ছেলে সমীর এবং করগাঁও গ্রামের নুরুল মিয়ার ছেলে টুটুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই দুটি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ওসি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এমএএ/

সম্পর্কিত

রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে ১২ পুলিশ আহত

রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে ১২ পুলিশ আহত

ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:১৭

চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিতে অনুমোদনহীন নলকূপ স্থাপন বন্ধে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম।

রবিবার (০১ আগস্ট) দুপুরে এ অভিযোগ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব সাইফুল আলম বাবু, নির্বাহী সদস্য চৌধুরী ফরিদ, আলীউর রহমান, আমিন মুন্না, রাহুল দত্ত ও তাপস পাপ্পু।

নাগরিক সমাজ চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে বলেন, যথাযথ উদ্যোগের অভাবে নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে। সিআরবিকে চট্টগ্রামবাসী হৃদয়ে ধারণ করে। যে কোনও উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করতে হবে।

অভিযোগ গ্রহণ করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম মহানগরীতে অনুমোদনহীন দুই ইঞ্চির বড় পাইপ দিয়ে নলকূপ স্থাপন করতে ওয়াসার অনুমোদন নিতে হবে। কিন্তু সিআরবিতে গভীর নলকূপ স্থাপনের জন্য কেউ অনুমোদন নেননি। সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি, কেউ অনুমোদনহীন গভীর নলকূপ স্থাপন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়াসার পক্ষ থেকে আমরা যথাযথ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোটিশ দেবো।

/এএম/

সম্পর্কিত

নেমপ্লেট খুলে চাঁদা তোলার অভিযোগে এসআই প্রত্যাহার

নেমপ্লেট খুলে চাঁদা তোলার অভিযোগে এসআই প্রত্যাহার

‘দেড় লাখ টাকায় মিনুকে কারাগারে পাঠানো হয়েছিল’

‘দেড় লাখ টাকায় মিনুকে কারাগারে পাঠানো হয়েছিল’

রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে ১২ পুলিশ আহত

রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে ১২ পুলিশ আহত

চলন্ত প্রাইভেট কারে আগুন

চলন্ত প্রাইভেট কারে আগুন

মোটরসাইকেল দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, গুরুতর আহত ১

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:৩২

বগুড়ায় অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ ও তার মেয়ে নিহত হয়েছেন। এ সময় গৃহকর্তা গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন– বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট গ্রামের বাসিন্দা ও গ্রামীণ ব্যাংক গাইবান্ধার কোচাশহর শাখার কর্মকর্তা আলতাব হোসেনের স্ত্রী মিনু বেগম (৪০) এবং মেয়ে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী আফরিনা জাহান অমি (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলতাব হোসেন ও তার স্ত্রী মিনু বেগম তাদের মেয়ে অমিকে নিতে বগুড়া শহরে আসেন। তারা মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় মহাসড়কের পৌঁছলে আলতাব হোসেন নিয়ন্ত্রণ হারান। এতে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা অজ্ঞাত যানবাহন মিনু বেগম ও অমিকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা আহত ব্যাংকার আলতাব আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, মা ও মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।

/এমএএ/

সম্পর্কিত

যেকোনও সময়ের চেয়ে বর্তমানে খাদ্য মজুত পরিস্থিতি ভালো: খাদ্যমন্ত্রী            

যেকোনও সময়ের চেয়ে বর্তমানে খাদ্য মজুত পরিস্থিতি ভালো: খাদ্যমন্ত্রী            

বগুড়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

বগুড়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সর্বশেষ

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

ট্যাংকারে হামলা নিয়ে ইরান-ইসরায়েল উত্তেজনা

ট্যাংকারে হামলা নিয়ে ইরান-ইসরায়েল উত্তেজনা

পর্নোগ্রাফিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামীর কারাদণ্ড

পর্নোগ্রাফিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামীর কারাদণ্ড

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

মোটরসাইকেল দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, গুরুতর আহত ১

মোটরসাইকেল দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, গুরুতর আহত ১

ফের হামাস প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া

ফের হামাস প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া

ডিএনসিসি করোনা হাসপাতালের ৫০০ বেডে যুক্ত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন

ডিএনসিসি করোনা হাসপাতালের ৫০০ বেডে যুক্ত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন

ছেলের হাতে বাবা খুন, ২২ ঘণ্টায় আদালতে অভিযোগপত্র

ছেলের হাতে বাবা খুন, ২২ ঘণ্টায় আদালতে অভিযোগপত্র

ভোলার ঢাকাগামী নৌযানে অতিরিক্ত যাত্রী

ভোলার ঢাকাগামী নৌযানে অতিরিক্ত যাত্রী

সেই পিয়াসা আটক 

সেই পিয়াসা আটক 

মানবপাচারবিরোধী ক্যাম্পেইনে মোশাররফ-তিশা

মানবপাচারবিরোধী ক্যাম্পেইনে মোশাররফ-তিশা

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

অক্সিজেন ছাড়াই দাঁড়িয়ে আছে অনুদানের ট্যাংক

অক্সিজেন ছাড়াই দাঁড়িয়ে আছে অনুদানের ট্যাংক

খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন 

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন 

গণপরিবহনে পোশাক শ্রমিকদের চেয়ে সাধারণ যাত্রীই বেশি 

গণপরিবহনে পোশাক শ্রমিকদের চেয়ে সাধারণ যাত্রীই বেশি 

বগুড়ায় একদিনে ১৬ মৃত্যু

বগুড়ায় একদিনে ১৬ মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে ১৮ মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে ১৮ মৃত্যু

সিনহা হত্যার পর পুলিশের একটি ‘বন্দুকযুদ্ধ’

সিনহা হত্যার পর পুলিশের একটি ‘বন্দুকযুদ্ধ’

যে যেভাবে পারছেন ফিরছেন

যে যেভাবে পারছেন ফিরছেন

© 2021 Bangla Tribune