X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় বাড়ানো হলো বিধিনিষেধ

নওগাঁ প্রতিনিধি
১৬ জুন ২০২১, ১৭:০৭আপডেট : ১৬ জুন ২০২১, ১৭:০৭

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় নওগাঁ জেলাজুড়ে ১৫ দফা বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিধিনিষেধ বাড়ানোর কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সংক্রান্ত গঠিত কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের বিধিনিষেধ আগামী ২৩ জুন মধ্যরাত বাড়ানো হলো।

গত ৯ জুন নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউন তুলে নিয়ে জেলাজুড়ে ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়। ১৫ দফা বিধিনিষেধের মধ্যে রয়েছে– সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। তবে চায়ের স্টল বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁ শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। তবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় হলে তাৎক্ষণিক দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে। জেলার সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান বন্ধ থাকবে।

করোনা আক্রান্ত বাড়ি পুরোপুরি লকডাউন করতে হবে এবং বাড়ির সব সদস্য লকডাউনে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজসহ প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সমসংখ্যক ব্যক্তি প্রার্থনা বা উপাসনা করতে পারবেন।

এছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে বিধিনিষেধে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী জেলার সঙ্গে সব যাতায়াতের পথ বন্ধ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিধিনিষেধ মানা না হলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৬১ জন। গত ২৪ ঘণ্টায় নওগাঁ সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষায় ২৬২ জনের মধ্যে ৬২ জন, বগুড়া টিএমএসএস হাসপাতালে ৩ জনের মধ্যে ৩ জন এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩০৮ জনের মধ্যে ৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮১ শতাংশ। 

সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মৃত্যু এবং আক্রান্তের এই ফলাফল পাওয়া গেছে।

/এমএএ/
সম্পর্কিত
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি