X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বন্ধ হচ্ছে উইন্ডোজ-১০ এর সাপোর্ট, এরপর?

দায়িদ হাসান মিলন
১৬ জুন ২০২১, ১৮:৩১আপডেট : ১৬ জুন ২০২১, ১৮:৩১

উইন্ডোজ-১০ এর সাপোর্ট বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে চলতি মাসের শেষের দিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি উন্নত ভার্সন উন্মোচন করার প্রস্তুতি নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ-১০ উন্মোচন করার সময় এটিকেই অপারেটিং সিস্টেমের শেষ সংস্করণ বলে উল্লেখ করে মাইক্রোসফট। সে হিসাবে উইন্ডোজ-১০ ব্যবহারকারীদের আজীবন আপডেট বা সাপোর্ট পাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ২০২৫ সাল থেকে উইন্ডোজ-১০ এর সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের এই ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, আগের পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে তারা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে হোম বা প্রো ভার্সন ব্যবহারকারীদের কেউই নতুন কোনও আপডেট বা নিরাপত্তা সমাধান পাবেন না। তাহলে কী হবে ব্যবহারকারীদের?

এতদিন গুঞ্জন ছিল, মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম আসছে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম অতীতের সব ইতিহাস ছাড়িয়ে যাবে। ব্যবহারকারীরা দারুণ সব ফিচার পাবেন ওই অপারেটিং সিস্টেমে।

এরই মধ্যে মাইক্রোসফটের আসন্ন উইন্ডজ-১১ অপারেটিং সিস্টেমের বিভিন্ন তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ নতুন অপারেটিং সিস্টেমটির ছবিও প্রকাশ করেছেন। ফলে উইন্ডোজ-১০ এর সাপোর্ট বন্ধ হলেও চিন্তার কিছু নেই। ব্যবহারকারীদের জন্য আসছে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১১।

প্রসঙ্গত, উইন্ডোজ-১০ বাজারে ছাড়া হয় ২০১৫ সালে। কয়েক বছর পর পর নতুন অপারেটিং সিস্টেম আনার চেয়ে বাড়তি কোনও চার্জ ছাড়াই উইন্ডোজ-১০ নিয়মিত আপডেটের কথা ছিল। তবে এই পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এলো মাইক্রোসফট।

অন্যদিকে জনপ্রিয় আরেক অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ এর সাপোর্ট বন্ধ করা হয় ২০২০ সালে। তবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে অর্থ পরিশোধের মাধ্যমে উইন্ডোজ-৭ প্রফেশনাল এবং উইন্ডোজ-৭ এন্টারপ্রাইজের আপডেট পেয়ে যাচ্ছে।

 

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
উইন্ডোজ ১১-এ চলছে অ্যান্ড্রয়েডের পরীক্ষা
উইন্ডোজ ১১ এখন বাংলাদেশে
নতুন স্টার্ট মেনু নিয়ে উন্মোচিত হলো উইন্ডোজ ১১
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ