X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাকড়সার জালে বদলে যাচ্ছে অস্ট্রেলিয়ার ভূমিচিত্র

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ১৮:৩৭আপডেট : ১৬ জুন ২০২১, ১৮:৩৭
image

বন্যার পানি নেমে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় দেখা দিয়েছে নতুন এক বিপদ। শহরের আশেপাশের এলাকার ছোট ছোট মাঠ আর গাছে দেখা যাচ্ছে বিশালাকৃতির মাকড়সার জাল। ভিক্টোরিয়ার জিপসল্যান্ডের বাসিন্দারা জানিয়েছেন ভারি বর্ষণের কয়েক দিন পরেই দেখা যাচ্ছে এসব বিশাল মাকড়সার জাল। এক জায়গায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা ঢেকে গেছে এই জালে। বিশেষজ্ঞরা বলছেন, এটা মাকড়সাদের টিকে থাকার কৌশল। অপেক্ষাকৃত উঁচু ভূমিতে উঠে যেতে এই জাল বিস্তার করে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভিক্টোরিয়া মিউজিয়ামের পতঙ্গ কিউরেটর ড. কেন ওয়াকার জানান, মনে হচ্ছে আশেপাশের গাছে লাখ লাখ মাকড়সা বসত গেড়েছে। তিনি বলেন, ‘মাটিতে থাকা মাকড়সাদের খুব দ্রুত গাছে উঠার দরকার পড়ে। শিকারী প্রাণী থেকে বাঁচতে গাছে আশ্রয় নেয় তারা। আর এই কারণেই জাল বিছিয়ে রেখেছে তারা।’ আর এথেকেই তৈরি হয়েছে বিশাল বিশাল জাল। যা ঢেকে ফেলেছে সালে ও লংফোর্ড শহরের মধ্যকার ভেজা জমি।

স্থানীয় কাউন্সিলর ক্যারোলিন ক্রসলি জানান তিনি গত সোমবার এমব্যাংকমেন্ট লেক এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান। কিন্তু প্রাকৃতিক পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান। ক্রসলি জানান তিনি আগেও এরকম দেখেছেন, কিন্তু এতো বিশালাকৃতির জাল কখনওই দেখেননি তিনি।

ক্যারোলিন ক্রসলি বলেন, ‘এটা ভীতিকর নয়-সুন্দর। চারদিকের গাছ ও বেড়াসহ সবকিছু জালের চাদরে ঢাকা পড়েছে। ওই সময়ে সূর্য ডুবে যাচ্ছিলো, আলোটাও ছিলো সুন্দর, বাতাসে কাঁপছিলো মাকড়সার জালের চাদর।’

স্থানীয় আরেক বাসিন্দা আমান্দা ট্রেজার জানান প্রাথমিকভাবে তাদের বাড়ির সবাই ভেবেছিলেন রাস্তার পাশ ঢাকতে এই জাল বিছানো হেছ। তিনি বলেন, আগে কখনও এতো বিপুল পরিমাণ দেখিনি। এটা সত্যিই অবাক করার মতো।

ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক পর থেকেই এসব জাল হারিয়ে যাবে। ভারি বৃষ্টি কিংবা জোরালো বাতাস বয়ে গেলেই এসব জাল অদৃশ্য হয়ে যাবে।

/জেজে/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা