X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এখন নানাভাবে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে: এমপি জিল্লুল হাকিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৬:০৩আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:০৩

নানাভাবে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সরকারি দলের সংসদ সদস্য জিল্লুল হাকিম। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা হওয়া লাগে না। এখন মুক্তিযোদ্ধা নানাভাবে তৈরি হচ্ছে। এই মুক্তিযোদ্ধা বানানোর প্রথা বাতিল করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুন) প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিল্লুল হাকিম বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব সমর্থন করে এসব কথা বলেন।

পাংশা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী জিল্লুল হাকিম বলেন, ‘বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই ভাতা বৃদ্ধি অবশ্যই অভিনন্দনযোগ্য। যারা প্রকৃত ‍মুক্তিযোদ্ধা তাদের ভাতা বৃদ্ধি করা হোক। ২০ হাজার কেন এই ভাতা আরও বেশি করা হোক।’

নানাভাবে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধা হাকিম বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা নানাভাবে তৈরি হচ্ছে। এখন মুক্তিযোদ্ধা হওয়া লাগে না। আমরা দেখি, আমাদের দেশে কোর্টও রায় দিয়ে ‍মুক্তিযোদ্ধা বানাচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছি। তারা কোর্টে গিয়ে রায় নিয়ে মুক্তিযোদ্ধা হচ্ছেন। মুক্তিযোদ্ধা তো বানানো যায় না। মুক্তিযোদ্ধা তো হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বানানোর প্রথা বাদ দিতে হবে। এটা বাতিল করতে হবে।’

দৌলতদিয়া-পাটরিয়াঘাটে আরেকটি পদ্মা সেতু নির্মাণের দাবি করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যে প্রতিশ্রুতি দেন তা পালন করেন। আশা করবো, এই সেতু নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।’

এদিকে বাজেটের ওপর আলোচনায় বিএনপির হারুনের বক্তব্যের জবাবে সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘বিএনপির সংসদ সদস্য সংবিধানকে প্রতারণা দলিল বলেছেন, নিজেকে স্বঘোষিত বিরোধী দলীয় নেতা দাবি করেছেন। এগুলো এক্সপাঞ্জ করতে হবে।’

তিনি বলেন, ‘সংবিধান বুটের তলায় পিষ্ট করে জঞ্জালের রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। ব্যাংক লুটপাটের হোতা জিয়াউর রহমান। তার আমল  থেকেই ব্যাংকে লুটপাট শুরু। ১৯৭৭ সালের হাঁ না ভোট, ১১০ শতাংশ ভোট কাস্টিং যারা করেছিল তারা ভোটের কথা বলে। এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার করেছিল। তারা মনে হয় চায়, আওয়ামী লীগ তাদের ভোটের এজেন্টও দিয়ে দেবে।’

তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও সুশসানের অভাব বাজেট বাস্তবায়নের অন্তরায়।’

ওয়ার্কার্স পার্টি থেকে সংরক্ষিত আসনের এমপি লুৎফুননেসা খান বলেন, ‘স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম। তারচেয়ে বড় কথা এই অর্থ যথযাথ ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হয় না। গবেষণা খাতের সব টাকাই রয়ে গেছে। ক্রয়ে অভাবনীয় দুর্নীতি হয়েছে।’

সরকারি শফিউল আলম বলেন, ‘বিরোধী দলকে ১৫ মিনিট সময় দিচ্ছেন, আর আমরা পাচ্ছি সাত মিনিট। এটা বৈষম্য। বেশি সুযোগ দেন, তারপরও তারা বলেন। সময় দেওয়া হয় না। কথা বলতে দেওয়া হয় না।’

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কৃষকরাই অর্থনীতির মূল চলনশক্তি: স্পিকার
কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন দ্রুত পাস করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ
সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী মাসে
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা