X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকারে তুলে ছিনতাই: গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৬:১৬আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:১৬

গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে প্রাইভেটকারে তুলে একপর্যায়ে মলম কিংবা স্প্রে লাগিয়ে যাত্রীদের অচেতন করে সর্বস্ব ছিনিয়ে নিতো প্রতারক চক্রটি। চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৭) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) একেএম হাফিজ আক্তার।

বুধবার (১৬ জুন) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি ফিলিং স্টেশনের পাশের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. মানিক মিয়া, জাকির হোসেন, আরিফ, হযরত আলী, জাহিদ হোসেন। এসময় তাদের কাছ থেকে একটি গাড়ি, ছুরি, স্ক্রু ড্রাইভারসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

একেএম হাফিজ আক্তার বলেন, চক্রের সদস্যরা কাউকে গাড়িতে উঠালে জানালার পাশে বসতে দিতো না। বমির সমস্যা আছে কারণ দেখিয়ে তারা জানালার পাশে বসতো। এতে ভুক্তভোগী ব্যক্তি মাঝখানে পড়ে যান। এক পর্যায়ে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তার মোবাইল কেড়ে নিয়ে বিকাশ নম্বর এবং পাসওয়ার্ড নিয়ে নেয় চক্রটি। পরে বিভিন্ন সড়কে ঘুরে ভিকটিমের সর্বস্ব ছিনিয়ে নিয়ে মলম ও স্প্রে দিয়ে অচেতন করে বেঁধে রাস্তায় ফেলে দিতো চক্রের সদস্যরা।

গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা জানান, ছিনতাইকারী এ চক্রটি রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ভুলতা গাউছিয়া এবং এয়ারপোর্ট থেকে ময়মনসিংহ-শেরপুর পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে প্রাইভেটকারে যাত্রী উঠাতো।

গ্রেপ্তারকৃতরা আর কোনও অপরাধের সাথে জড়িত কি না রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা সম্ভব হবে বলে জানান হাফিজ আক্তার।

উল্লেখ্য, মো. আমিনুল ইসলাম নামের এক ভুক্তভোগীর খিলক্ষেত থানায় করা মামলার তদন্তে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

/আরটি/এমএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা