X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চন্দ্রিমা উদ্যান ধ্বংস করে জিয়ার মাজার বানানো হয়েছে: দেলোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৭:৩৮আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:৪২

চন্দ্রিমা উদ্যান ধবংস করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।  তিনি বলেন, ‘সেখানে জিয়ার লাশ আছে কিনা প্রশ্ন সাপেক্ষ!’

বৃহস্পতিবার (১৭ জুন) স্বেচ্ছাসেবক লীগের  উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে (কালী মন্দির গেট সংলগ্ন) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোহরাওয়ার্দী উদ্যানটি তৈরি করেছিলেন। তিনি ১৯৭২ সালের ১৬ জুলাই নিজ হাতে নারিকেল গাছের চারা রোপণ করার মধ্য দিয়ে এই উদ্যানের কার্যক্রম শুরু হয়েছিল। যার হাত ধরে এই উদ্যানের সৃষ্টি, সেই  বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার কাজ চলমান। সেটি বাস্তবায়ন করার জন্য কয়েকটি গাছ কাটা হয়েছিল। আমরাও চাই না, শেখ হাসিনাও চান না, কোনও গাছ কাটা হোক। কাজের প্রয়োজনে করা হয়েছিল।’

দেলোয়ার হোসেন বলেন, ‘যে পরিমাণ গাছ কাটা হয়েছিল, তারচেয়ে বেশি গাছ আমরা রোপণ করে দেবো। তারপরও সমালোচনা হয়েছে। যারা সমালোচক, তারা কখনও বৃক্ষরোপ করতে আসেনি। আমরা শুধু এই উদ্যানে নয়, শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বৃক্ষরোপণ করে চলেছি।’

তিনি বলেন, ‘এই উদ্যানে দামী বৃক্ষ কর্তন করে জিয়ার নামে শিশু পার্ক করা হয়েছে। তখন পরিবেশ আন্দোলনও ছিল না, প্রতিবাদও ছিল না। ধানমন্ডি কৃষ্ণচূড়ায় সুশোভিত ছিল। গাছের ফাঁক দিয়ে গুলি করতে পারে এই বুদ্ধি যখন দিয়েছে, তখন জিয়া সারাদেশে গাছ কর্তন করেছে। তখন পরিবেশ আন্দোলনের নামে কেউ কথা বলেনি। মুজিব শতবর্ষে আমরা ৩ কোটি গাছের চারা রোপণ করবো। গতবছর আমরা এক কোটি গাছের চারা রোপণ করেছি।’

বজ্রপাতে মানুষের মৃত্যু প্রতিরোধে পরিবেশ বিজ্ঞানীদের মতে তালগাছ রোপণ করার আহ্বান জানা তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ৪৪টি দেশের প্রধান হিসেবে কাজ করছেন। জলবায়ু সম্মেলনে তিনি বিশ্ববাসীর জন্য বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ৫ এর মধ্যে রাখার প্রস্তাব দিয়েছেন। তার নির্দেশে সারাদেশে বৃক্ষরোপণ উৎসবে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

 

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই