X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘প্রশাসন আর মানুষের মাঝে এখন কোনও দেয়াল নেই’

শফিকুল ইসলাম
১৭ জুন ২০২১, ১৮:৪৪আপডেট : ১৭ জুন ২০২১, ২০:৪৬

‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রের উপযোগী পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌম প্রশাসনযন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশাসন আর মানুষের মাঝে কোনও দেয়াল নেই। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন। কারণ, শুরুতে আমাদের প্রশাসন এমন ছিল না।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা।

মোশাররফ হোসাইন বলেন, ‘জনপ্রশাসন এখন গণমানুষের সঙ্গে মিলেমিশে কাজ করছে। এমনটা অতীতে ছিল না। অতীতে সরকারের প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিস্তর ফারাক ছিল। এখন তা নেই। এটি ৫০ বছরের অর্জন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা এখন গণমানুষের সঙ্গে মিলেমিশে কাজ করছেন।’

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক এই সচিব বলেন, ‘সরকারের প্রশাসনযন্ত্র ৫০ বছরে দেশের জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে, যা আগে কল্পনারও বাইরে ছিল। সেখানে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা কাজ করছেন। এই ৫০ বছরে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের এক ধরনের ইতিবাচক নেটওয়ার্ক গড়ে উঠেছে। আমরা দেখি যেকোনও দুর্যোগ মোকাবিলায় সরকারের বর্তমান প্রশাসন, মিডিয়া, সাধারণ মানুষ, সিভিল সোসাইটি ও জনপ্রতিনিধিরা একসঙ্গে মিলে কাজ করেন।’

মোশাররাফ হোসাইন উল্লেখ করেন, ‘রাষ্ট্র পরিচালনায় অংশীজনদের সঙ্গে প্রশাসনের অথবা প্রশাসনের সঙ্গে অংশীজনদের মতপার্থক্য থাকবে। এরমধ্যেই সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।’

মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার ভিশন সফল করতে প্রশাসনকে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে।’

এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে—প্রশাসনে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে; আমাদের উদ্ভাবনী শক্তি বাড়াতে হবে;  বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে; নাগরিক অধিকার ও মর্যদা সমুন্নত রাখার ক্ষেত্রে আরও সচেষ্ট হতে হবে।  

 

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!