X
সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮

সেকশনস

নোয়াখালীতে তৃতীয় দফায় বাড়লো বিশেষ লকডাউন

আপডেট : ১৭ জুন ২০২১, ১৮:৫৪

নোয়াখালীতে করোনা সংক্রমণ না কমায় তৃতীয় দফায় সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় চলমান বিশেষ লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রথম ধাপে সাত দিন (৫ জুন থেকে ১১ জুন) লকডাউন ঘোষণা করা হয়। তবে করোনা সংক্রমণ না কমায় এ লকডাউন দ্বিতীয় দফায় আরও সাত দিন (১২ জুন থেকে ১৮ জুন) বাড়ানো হয়েছে। কিন্তু সংক্রমণ না কমায় চলমান লকডাউন আবারও বাড়িয়ে ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’ তিনি জানান, একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।

লকডাউনকে আরও কার্যকর করতে বন্ধ থাকবে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল।

/এমএএ/

সম্পর্কিত

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:২৭

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন পাঁচ জন। সোমবার (২ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। তাদের মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৬ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নয় জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

সোমবার সকাল পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩১১ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত রবিবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৫৫.৮৫ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ছয় হাজার ৩৯৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন এক হাজার ৯৮৪ জন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৯৬৮ জন। এক হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। আর মারা গেছেন এক হাজার ১১৭ জন। মৃতদের মধ্যে ৩২৩ জন করোনায় আক্রান্ত ছিলেন।
 

/এসএইচ/

সম্পর্কিত

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

শের-ই-বাংলা মেডিক্যালে ২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

শের-ই-বাংলা মেডিক্যালে ২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

যানবাহনে অতিরিক্ত ভাড়া, পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:১৯

অতিরিক্ত ভাড়া ও সড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং সিঅ্যান্ডবি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে ছোট ছোট যানবাহন আটকা পড়ে।

মাস্টারবাড়ী এলাকার ভিনটেক্স কারখানার সুইং অপারেটর আশরাফুন্নাহার শেফু, ডেনিমেক্স কারখানার বারটেক অপারেটর উজ্জ্বল মিয়া, বহেরারাচালা এলাকার টি-ডিজাইন কারখানার প্যাকিং অপারেটর শহিদুল ইসলাম, বেড়াইদেরচালা এলাকার ডিজাইনন্টেক্স কারখানার কোয়ালিটি সেকশনের কেয়া খাতুনসহ অন্যান্য শ্রমিকরা জানান, সরকার সব কারখানা খুলে দিয়ে গণপরিবহন বন্ধ করে রেখেছে। এতে সড়কে গণপরিবহন না পাওয়ার কারণে তারা সময়মতো অফিসে যেতে পারছেন না। ছোট ছোট পরিবহন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো ১০ টাকার ভাড়া ৩০ টাকা করে নিচ্ছে।

শ্রমিকরা আরও বলেন, আমরা তাৎক্ষণিক ঘোষণা শুনে কোনোমতে বাড়ি থেকে এসে চাকরি বাঁচানোর জন্য কাজে যোগ দিচ্ছি। এখন আমাদের হাতে টাকা নেই। বাড়ি থেকে আসার সময় অতিরিক্ত ভাড়া দিয়েও বিড়ম্বনা মাথায় নিয়ে আসতে হয়েছে। এখন অফিসে যাওয়ার সময়ও প্রতিদিন এ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা যাবো কোথায়? আমাদের কথা শোনার কেউ নেই। সবাই খালি আমাদেরকে আশ্বাস দেয়। গার্মেন্টে চাকরি করে বলে কি আমাদের জীবনের কোনও মূল্য নেই?

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহনে বেশি ভাড়া নেওয়া হবে না বলে  শ্রমিকদের আশ্বাস দেন। পুলিশের এ কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টায় তারা অবরোধ তুলে নেন।

/এফআর/

সম্পর্কিত

পর্নোগ্রাফিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামীর কারাদণ্ড

পর্নোগ্রাফিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামীর কারাদণ্ড

ছেলের হাতে বাবা খুন, ২২ ঘণ্টায় আদালতে অভিযোগপত্র

ছেলের হাতে বাবা খুন, ২২ ঘণ্টায় আদালতে অভিযোগপত্র

হাসেম ফুড কারখানায় আগুন: ৪৫ মরদেহ শনাক্ত

হাসেম ফুড কারখানায় আগুন: ৪৫ মরদেহ শনাক্ত

দিনভর ভোগান্তি শেষে স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

দিনভর ভোগান্তি শেষে স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৯:৫৩

ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেশন রোড এলাকার নান্টু রায় (৪০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছয় লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে স্টেশন রোড এলাকার চন্দ্রিমা হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত ব্যবসায়ীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী নান্টু রায় শহরের কাজীপাড়া এলাকার মহাপ্রভু রায়ের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানির স্টার শিপ কনডেন্স মিল্কের ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিস্ট্রিবিউটর।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল খায়ের কোম্পানির রিজিউনাল অফিসার লিটন পাল জানান, রবিবার পৌনে ১২টার দিকে ব্যবসায়ী নান্টু রায় স্টেশন রোড এলাকার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শহরের কাজীপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় চন্দ্রিমা হোটেলের গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পেছন থেকে ৪-৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার সঙ্গে থাকা অন্তত ছয় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা প্রত্যেকেই মুখোশ পরা ছিল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ব্যবসায়ীর চাচাতো ভাই উত্তম রায় জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় নান্টু রায়কে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল আনা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল রহমান হিমেল জানান, মাথার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নান্টু রায়কে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানু্ল ইসলাম বলেন, ছিনতাইয়ের বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এফআর/

সম্পর্কিত

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

নেমপ্লেট খুলে চাঁদা তোলার অভিযোগে এসআই প্রত্যাহার

নেমপ্লেট খুলে চাঁদা তোলার অভিযোগে এসআই প্রত্যাহার

‘দেড় লাখ টাকায় মিনুকে কারাগারে পাঠানো হয়েছিল’

‘দেড় লাখ টাকায় মিনুকে কারাগারে পাঠানো হয়েছিল’

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৯:২২

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে এ জেলায় ৯৮৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৫৮৭ জন চট্টগ্রাম নগরের, বাকি ৩৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার বাসিন্দাদের মধ্যে সচেতনতা কম। এ কারণে উপজেলা পর্যায়ে মৃত্যুর হারও এখন বেশি।’

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৯৮৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮৩ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৭৮০ জন চট্টগ্রাম নগরের। বাকি ২১ হাজার ৫৯১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে দুই হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষায় ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৩৮টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষায় বিআইটিআইডি ল্যাবে ১৪৯ এবং চট্টগ্রাম মেডিক্যালে ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এ দিন এক হাজার ৪৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৮১ জনের করোনা শনাক্ত হয়। আরটিআরএল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা ধরা পড়ে।

অন্যদিকে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৩২৪টি নমুনা পরীক্ষায় ১৫২, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষায় ৬৩, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৮ এবং ইপিক হেলথ কেয়ারে ১৭১টি নমুনা পরীক্ষায় ১০৩ শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালেও চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষায় দুইজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

/এফআর/

সম্পর্কিত

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

শের-ই-বাংলা মেডিক্যালে ২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৮:৪২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় রোগী ভর্তি হলেও বর্তমানে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১ আগস্ট) হাসপাতালের পরিচালক এ তথ্য জানিয়েছেন।

ভর্তি হওয়া ছয় রোগী হলেন- হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স নাসিমা বেগমের কন্যা তন্নী আক্তার, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মোকসেদ আলীর পুত্র সাব্বির হোসেন, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নেছারাবাদ গ্রামের মো. আলী, মুলাদী উপজেলার বালিয়াতলি গ্রামের রহিম হাওলাদারের পুত্র আসাদুজ্জামান, বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের আলী সরদারের পুত্র আব্দুল হাই ও ঝালকাঠির রাজাপুর উপজেলার সন্দীপ মিস্ত্রীর পুত্র সুব্রত মিস্ত্রী।

তারা সবাই ১৭ জুলাই থেকে ২৮ জুলাইর মধ্যে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চারজন চলে গেলেও বর্তমানে চিকিৎসাধীন আছেন আব্দুল হাই ও সুব্রত মিস্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চারটি মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা কয়েছে। সন্দেহজনক রোগীদের পরীক্ষার আওতায় আনা হচ্ছে। করোনাভাইরাস ও ডেঙ্গুর লক্ষণ প্রায় একই হওয়ায় শুরুতে দ্বিধায় পড়ছেন চিকিৎসকরা। এ কারণে এ ধরনের রোগীদের করোনা ও ডেঙ্গু উভয় পরীক্ষা করানো হচ্ছে।’

ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ‘বিভাগের জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি ৪৭টি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জ্বরে আক্রান্ত কোনও রোগী ভর্তি হলে তাদের করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এফআর/

সম্পর্কিত

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

ভোলার ঢাকাগামী নৌযানে অতিরিক্ত যাত্রী

ভোলার ঢাকাগামী নৌযানে অতিরিক্ত যাত্রী

শের-ই-বাংলা মেডিক্যালের প্রিজন সেলে হাজতির মৃত্যু

শের-ই-বাংলা মেডিক্যালের প্রিজন সেলে হাজতির মৃত্যু

অক্সিজেন ছাড়াই দাঁড়িয়ে আছে অনুদানের ট্যাংক

অক্সিজেন ছাড়াই দাঁড়িয়ে আছে অনুদানের ট্যাংক

সর্বশেষ

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

যানবাহনে অতিরিক্ত ভাড়া, পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

যানবাহনে অতিরিক্ত ভাড়া, পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

রোগী সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর যে ৪ হাসপাতাল

রোগী সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর যে ৪ হাসপাতাল

স্পারসোতে চাকরির সুযোগ

স্পারসোতে চাকরির সুযোগ

হেলেনা জাহাঙ্গীরের মামলা তদন্ত করবে ডিবি

হেলেনা জাহাঙ্গীরের মামলা তদন্ত করবে ডিবি

শের-ই-বাংলা মেডিক্যালে ২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

শের-ই-বাংলা মেডিক্যালে ২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

বিদেশে নিজের অবস্থান জানান দিলেন বঙ্গবন্ধু

বিদেশে নিজের অবস্থান জানান দিলেন বঙ্গবন্ধু

মাদাগাস্কারে সেনা কর্মকর্তা আটক, প্রেসিডেন্ট হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

মাদাগাস্কারে সেনা কর্মকর্তা আটক, প্রেসিডেন্ট হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

ইরানকেই দুষছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

ইরানকেই দুষছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

সাঁওতালি উইকিপিডিয়ার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সাঁওতালি উইকিপিডিয়ার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ২৩ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

সিআরবিতে নলকূপ স্থাপন বন্ধে ওয়াসার এমডির কাছে অভিযোগ

নেমপ্লেট খুলে চাঁদা তোলার অভিযোগে এসআই প্রত্যাহার

নেমপ্লেট খুলে চাঁদা তোলার অভিযোগে এসআই প্রত্যাহার

‘দেড় লাখ টাকায় মিনুকে কারাগারে পাঠানো হয়েছিল’

‘দেড় লাখ টাকায় মিনুকে কারাগারে পাঠানো হয়েছিল’

রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে ১২ পুলিশ আহত

রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে ১২ পুলিশ আহত

চলন্ত প্রাইভেট কারে আগুন

চলন্ত প্রাইভেট কারে আগুন

© 2021 Bangla Tribune