X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষা অধিদফতরে পদায়ন নিয়ে অসন্তোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২১:১৪আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১৪

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদফতরে সরকারবিরোধী কর্মকর্তাদের পদায়নের অভিযোগ উঠেছে। কারণে সরকারপন্থী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসেন্তোষ দেখা দিয়েছে। সরকারপন্থীদের দাবি— গুরুত্বপূর্ণ পদে বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। এতে কারিগরি শিক্ষায় সরকারের লক্ষ্য বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (১৭ জুন) কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা বলেন, ‘কাউকে প্রেষণে নিয়োগ শিক্ষা বোর্ড দেয়  না। আমার এ বিষয়ে কিছু করার নেই। তাছাড়া কারা সরকারবিরোধী আমার জানাও নেই।’

জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদফতরে সম্প্রতি যোগদানকারী মহাপরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, ‘মোবাইলে কল রেকর্ড হয়। আপনি অফিসে আসেন সামনাসামনি সব কথা হবে।’

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (লার্নিং ম্যাটেরিয়ালস্ ডেভেলপমেন্ট) মো. জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘২০১৩ সাল থেকে ঊর্ধ্বতনসহ বিভিন্ন পদে প্রেষণে বোর্ডে লোক নিয়োগ করা হয়েছে, যাদের বেশিরভাগই বিএনপি-জামায়াতপন্থী। সরকারবিরোধীদের প্রেষণে এনে কেন যোগদান করাতে হবে?’

মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (ক্যারিকুলাম),পরিচালক (শিল্প সংযুক্তি ও প্রশিক্ষণ), পরিদর্শক পদসহ কয়েকটি পদে বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

মো. জহিরুল ইসলাম বলেন, ‘কোনও কোনও কর্মকর্তা রুয়েটের ছাত্রদল শাখার নেতা, ডুয়েট ছাত্রদল হল শাখার নেতা, কোনও কর্মকর্তা সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পিএস। এছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরের বিভিন্ন পদেও পদায়ন করা হয়েছে সরকারবিরোধীদের।’

গত ১৩ এপ্রিল লকডাউন শুরুর আগের দিন কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী আব্দুল কুদ্দুস সরদারকে সাতক্ষীরা পলিটেকনিকের অধ্যক্ষ পদে বদলি করা হয়। বদলি করা এই কর্মকর্তা বলেন, ‘নতুন করে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা কর্মকর্তাদের অনেকেই সরকারবিরোধী বলে অভিযোগ রয়েছে।’   

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি-অযোগ্যতা: শতাধিক শর্ট কোর্স হারাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড
সারা দেশে ১০০টি টিএসসি স্থাপন প্রকল্প শেষের পথে
‘শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণ দেওয়া হবে’
সর্বশেষ খবর
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি