X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রেনিং অব মাস্টার ট্রেইনার ইন ইংলিশ প্রকল্পের সনদ প্রদান অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২২:০২আপডেট : ১৭ জুন ২০২১, ২২:০২

ঢাকা ও গাজীপুরের পিটিআইয়ে অনুষ্ঠিত হলো ট্রেনিং অব মাস্টার ট্রেনার ইন ইংলিশ’ (টিএমটিএ) প্রকল্পের প্রথম গ্রুপের ৮৮ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সমাপনি অনুষ্ঠান। এটি ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি যৌথ প্রকল্প। বৃহস্পতিবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ব্রিটিশ কাউন্সিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল আলম। সরাসরি উপস্থিতিতে ও ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম। 

ব্রিটিশ কাউন্সিল জানায়,  প্রশিক্ষণে অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন এই প্রকল্পের প্রথম গ্রুপ। পেশাগত বিকাশের লক্ষ্যে চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ঢাকা ও গাজীপুরের পিটিআইয়ে ১৪ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণটি শুরু করেন তারা। কিন্তু লকডাউনের কারণে অনেক কার্যক্রম সীমাবদ্ধ থাকায়, এ প্রশিক্ষণ ২০ সপ্তাহে সম্প্রসারিত হয়। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দূরে থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয়ে শিক্ষকগণ লক্ষ্যের প্রতি মনোনিবেশ করে আন্তরিকতার সাথে তাদের কোর্স সম্পন্ন করেন।

কয়েক মাসব্যাপী তাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ আজ তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।  

ব্রিটিশ কাউন্সিল আরও জানায়,  টিএমটিএ প্রকল্পের ইংরেজি ভাষা নিরীক্ষণের মাধ্যম হিসেবে, ব্রিটিশ কাউন্সিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক ইংরেজি জ্ঞান পরীক্ষার জন্য ৩ হাজারেরও  বেশি অ্যাপটিস টেস্ট গ্রহণ করে। প্রাথমিকভাবে এই টেস্টটি মুখোমুখিভাবে নেওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর প্রকোপের ফলে ব্রিটিশ কাউন্সিলকে সেই চিন্তা থেকে সরে এসে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষাগ্রহণের ব্যবস্থা নিতে হয়।

 

/এসও/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা