X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাইবার অপরাধ: সতর্কতার মাঝেই উপায় দেখছেন সংশ্লিষ্টরা

জামাল উদ্দিন
১৭ জুন ২০২১, ২২:০৬আপডেট : ১৭ জুন ২০২১, ২২:৪২

জঘন্য, অশ্লীল, কুরুচিপূর্ণ মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সাইবার অপরাধীরা কখনও সংঘবদ্ধভাবে, আবার কখনও ব্যক্তিগতভাবে টার্গেট মানুষটিকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব অপরাধের সঙ্গে কিশোর-তরুণরা জেনে না জেনে জড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে সতর্ক হতে হবে নিজেদেরই। নিজের সন্তান কিংবা কোনও স্বজন এসব অপরাধে জড়িয়ে পড়লে তাকে কাউন্সেলিং করাতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর আশ্রয়, কিংবা সহায়তা নিতে হবে। না-হলে তাদের জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ সাইবার বিশেষজ্ঞরা।

সন্তানের মাঝে সাইবার অপরাধের লক্ষণ দেখলে কী করবেন

সাইবার অপরাধের লক্ষণগুলো সন্তান কিংবা ঘনিষ্ঠ স্বজনদের মধ্যে দেখা গেলে অভিভাবকদের সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। বিশেষ করে কিশোর ও তরুণ বয়সী সন্তানের মধ্যে আত্মহত্যা, গ্যাংয়ে জড়ানো, হ্যাকিং বা সাইবার অপরাধের অন্যান্য লক্ষণগুলো দেখলেই প্রথমে তাদের মানসিক সমর্থন দিয়ে এসবের পরিণাম সম্পর্কে বুঝাতে হবে। এসবেও কাজ না হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে বলেন তারা। 

ট্রলের শিকার হলে কী করবেন

পুলিশ সদর দফতর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) সাইবার পুলিশ সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাইবার অপরাধীদের লক্ষ্য বস্তু হলে প্রথমে নিজেকেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এরপর দ্রুত নিকটস্থ থানা-পুলিশকে লিখিতভাবে অবহিত করতে হবে। এছাড়াও পুলিশ সদর দফতর ও সিআইডির সাইবার পুলিশ সেন্টারে সরাসরি গিয়ে কিংবা তাদের হটলাইন, ইমেইল ও ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। এরপর পুলিশ নিজ উদ্যোগেই আপনার অভিযোগের সত্যতা যাচাই করে আইনি সহায়তা দিতে এগিয়ে আসবে। অসংখ্য ভুক্তভোগী এভাবে তাদের কাছ থেকে আইনি সহায়তা নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। সিআইডির হটলাইন নম্বর হচ্ছে— ০১৭৩০৩৩৬৪৩১। ইমেইল অ্যাড্রেস: ‍[email protected] ফেসবুক পেজ হচ্ছে: http://www.facebook.com/cpccidbdpolice/  https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage

ফেসবুক ভিত্তিক বিভিন্ন অপরাধী চক্র কিংবা ব্যক্তির ট্রলের শিকার হলে যেভাবে আইনি সহায়তা নিতে পারবেন— ফেসবুক ভিত্তিক বিভিন্ন অপরাধের ক্ষেত্রে মামলায় আইনের যেসব ধারা সাধারণত যুক্ত করা হয়, সেগুলো হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৪, ২৫, ২৬, ২৯ ও ৩৪ ধারা। এসব ধারায় বলা হয়েছে— পরিচয়পত্র প্রতারণা বা ছদ্মবেশ ধারণ। আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ ও প্রকাশ ইত্যাদি। অনুমতি ছাড়া পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার। মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার  এবং হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দন্ডের ক্ষেত্রে এসব ধারা ব্যবহার করতে পারেন।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেরও আশ্রয় নিতে পারেন ভুক্তভোগী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৭) ধারায় বলা হয়েছে— পর্নোগ্রাফি উৎপাদন, এর মাধ্যমে অন্য কোনও ব্যক্তির মর্যাদাহানি বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায়, পর্নোগ্রাফি সরবরাহ ও পর্নোগ্রাফি অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তা করার অপরাধ। এছাড়াও সংগঠিত অপরাধগুলোর ক্ষেত্রে ১৮৬০ সালের প্রযোজ্য দন্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলো মামলায় সংযোজন করা যেতে পারে। যেকোনও একজন অভিজ্ঞ আইনজীবীর সহায়তাও নিতে পারেন এসব মামলা বা অভিযোগ দায়েরের আগে। এতে পরবর্তী সময় আদালতে ভুক্তভোগীর অভিযোগ প্রমাণে সহায়ক ভূমিকা রাখবে।

ফেসবুকে কারও ছবি এডিট করে অশালীন বা কুরুচিপূর্ণ ছবির সঙ্গে জুড়ে দিয়ে অন্য কেউ অ্যাকাউন্ট খুললে, বা ছড়িয়ে দিলে দ্রুত নিকটস্থ থানায় লিখিতভাবে অভিযোগ জানাতে হবে। তার আগে সংশ্লিষ্ট পোস্টের লিংকসহ স্ক্রিনশট এবং পোস্ট প্রদানকারী অ্যাকাউন্টের প্রোফাইল লিংক সংগ্রহ করে রাখতে হবে। ফেসবুকের ইনবক্স, কমেন্টস ও টাইমলাইনে বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্যক্ত করলেও উত্ত্যক্তকারীর বাজে মেসেজ বা ছবি, পোস্টের লিংকসহ স্ক্রিনশট, মেসেজের স্ক্রিনশট এবং উত্ত্যক্তকারীর অ্যাকাউন্টের প্রোফাইল লিংক সংগ্রহ করে থানায় যোগাযোগ করতে হবে। কারও কোনও গোপনীয় বা ব্যক্তিগত কনটেন্ট ফেসবুকে ছেড়ে দেওয়া হলে, পুলিশের সংশ্লিষ্ট শাখাগুলোর কাছে অভিযোগ জানানো ছাড়াও ফেসবুক কর্তৃপক্ষের কাছেও রিপোর্ট করতে হবে।

এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাউন্সেলিং খুব বেশি দরকার। বাচ্চাদের কাউন্সেলিং করার আলাদা সেক্টর আছে। সেখানে কাউন্সেলিং করানো যেতে পারে। তাকে বুঝাতে হবে যে, তুমি যদি এগুলো করো তাহলে এই সমস্যাগুলো হতে পারে। উদাহরণ দিয়ে বুঝাতে হবে যে, ওই ছেলেটা এটা করার কারণে তার এখন এই অবস্থা। বিভিন্ন লোকের উদাহরণ দিতে হবে। বুঝাতে হবে যে, এটা করলে ভালো, এটা করলে খারাপ। সেটা ধর্মের দিক থেকে হোক, আর মানসিক দিক থেকে হোক। পারিবারিক মূল্যবোধের দিক থেকেও হতে পারে। এক কথায় প্রত্যেকের মধ্যে জবাবদিহি থাকা দরকার। দিন শেষে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে।’

তানভীর হাসান জোহা আরও  বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সপ্তাহে অন্তত একদিন হলেও শিশু-কিশোরদের এই কাউন্সেলিং করাতে হবে। বলতে হবে, তোমাদের কোনও সমস্যা হলে আমরা দেখবো। তোমরা আমাদের জানাবে। তাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। আইনি পদক্ষেপগুলো তারা (পুলিশ) নিচ্ছে ঠিকই। কিন্তু কাউন্সেলিংটা আরও জরুরি।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে এসে সবাইকে সাইবার জগতে মিনিমাম দক্ষতা অর্জন করতে হবে। কেউ যদি ফেক আইডি দিয়ে ট্রল করে এবং সেটা ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন তাদের বিভিন্ন পর্যায়ে ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে শনাক্ত করে আইনের কাছে সোপর্দ করতে হবে। এ ব্যাপারটা আপনাকেই করতে হবে।’

আইটি বিশেষজ্ঞ জোহা আরও বলেন, ‘যেসব শিশু-কিশোর গ্যাং কিংবা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে, পুলিশ তাকে প্রথমে সতর্ক করবে। তার পরিবারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবে। তাতেও সমাধান না- হলে আইনি পদক্ষেপ নিতে হবে। পরিবারের কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। পরিবারের সদস্যরা যদি তাকে সারাক্ষণ মানসিক টর্চার করে, তখন সে নিজের একটা জগৎ তৈরি করার চেষ্টা করবে, নিজের গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। সেজন্য তাকে কাউন্সেলিং করাতে হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা