X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ছাত্রদলের সভায় ‘হামলা’র প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২২:১৩আপডেট : ১৭ জুন ২০২১, ২২:১৭

ময়মনসিংহে ছাত্রদলের বিভাগীয় আলোচনা সভায় পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে রাজধানীর নয়পল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ ছাত্রদলের একাধিক নেতাকর্মী আহত হন। পরে বিএনপি কার্যালয় প্রবেশের সময় অন্তত পাঁচজন ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন- ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি কাওসার, পার্থদেব মন্ডল, আশরাফুল আলম লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, রিয়াদ ইকবাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

এই ঘটনায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ একের-পর এক নেতাকর্মী গ্রেফতার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ডিএমপির স্টিকার লাগানো একটি গাড়ি এসময় ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা নাইটিঙ্গেল মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে এবং একটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। পরে সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান আবু বকর সিদ্দিক।

আরটি/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা