X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাকিবের আরেকটি বাজে দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২২:৪১আপডেট : ১৭ জুন ২০২১, ২২:৪১

নিষেধাজ্ঞা থেকে ফিরে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট, কোনও জায়াগাতেই ভালো সময় যাচ্ছে না সাকিব আল হাসানের। শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা ঢাকা প্রিমিয়ার লিগেও বয়ে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে নিজের শেষ ম্যাচেও একই দশা। ব্যাটিংয়ে ১০ রান, আর বোলিংয়ে ১ উইকেট। সাকিবের বাজে পারফরম্যান্সে পুরো লিগে ভুগতে হয়েছে মোহামেডানকে। আজ (বৃহস্পতিবার) গাজী গ্রুপের কাছে তাদের হার ৭ উইকেটে। সুপার লিগে ওঠা ঐতিহ্যবাহী দলটি ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে মোহামেডান। শুভাগত হোমের ঝড়ো ব্যাটিংয়ে শেষ দিকে এলোমেলো হয়ে যায় গাজী গ্রুপের বোলিং লাইনআপ।। ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ২১০ স্ট্রাইকরেটে ৪২ রান করেন শুভাগত।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব ১৬ বলে ১০ রান করে তরুণ পেসার তারেকের বলে মিড অফে নাসুমের হাতে ক্যাচ দিয়ে আউট হন। মোহামেডানের ইনিংসে প্রথমবারের মতো ঢাকা লিগে অদ্ভুত আউটের ঘটনা ঘটেছে। ইনিংসের শেষ বলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হয়েছেন ইয়াসিন আরাফাত মিশু।

বল হাতে গাজী গ্রুপের তারেক ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া মাহমুদউল্লাহ ১৯ রানে ২ উইকেট নিয়েছেন।

১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাধায় পড়ে গাজী গ্রুপের ইনিংস। বৃষ্টি কমার পর নতুন করে ১৪ ওভারে গাজীর লক্ষ্য দাঁড়ায় ১১৫। ইয়াসির আলীর ব্যাটিংয়ে সেই লক্ষ্যে ১৭ বল আগেই ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় গাজী গ্রুপ। ২৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ম্যাচ জেতানো ৪৫ রানের ইনিংসটি খেলেন ইয়াসির। এছাড়া মুমিনুল অপরাজিত ছিলেন ২৮ রানে। মাহমুদউল্লাহ অপরাজিত ১১ রানে।

মোহামেডানের সাকিব, মাহমুদুল ও আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়
১২.৩ ওভারেই জিতে গেলো আবাহনী
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা