X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পৌনে ৪ কোটি টাকা সরানোর অভিযোগে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১২:৪১আপডেট : ১৮ জুন ২০২১, ১৪:২৫

ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে ইমরান ও রিফাত নামে দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বংশাল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন বংশল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। তিনি বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তারা রাতে সরিয়ে নিয়েছেন বলে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই ইমরান ও রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

জানা যায়, ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়টি বুঝতে পেরে তাদের দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বৃহস্পতিবার (১৭ জুন) রাতেই। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে দুদক কার্যকর ব্যবস্থা নেবে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখায় ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংকের শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই। এ বিষয়ে একটি মামলা হবে। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ করেছে, তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরানো হয়েছে ভোল্ট থেকে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে এ একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেবে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখা ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’

জসিম উদ্দিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক দুই জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।’

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা