X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পৌনে ৪ কোটি টাকা সরানোর অভিযোগে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১২:৪১আপডেট : ১৮ জুন ২০২১, ১৪:২৫

ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে ইমরান ও রিফাত নামে দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বংশাল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন বংশল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। তিনি বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তারা রাতে সরিয়ে নিয়েছেন বলে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই ইমরান ও রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

জানা যায়, ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়টি বুঝতে পেরে তাদের দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বৃহস্পতিবার (১৭ জুন) রাতেই। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে দুদক কার্যকর ব্যবস্থা নেবে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখায় ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংকের শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই। এ বিষয়ে একটি মামলা হবে। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ করেছে, তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরানো হয়েছে ভোল্ট থেকে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে এ একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেবে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখা ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’

জসিম উদ্দিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক দুই জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।’

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই