X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত (ফটো স্টোরি)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৭:৪৪আপডেট : ১৮ জুন ২০২১, ১৮:০৪

করোনা সংক্রমণ সম্প্রতি বাড়তে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলায় আগের চেয়ে বেশি অনীহা দেখা গেছে।

শুক্রবার (১৮ জুন) রাজধানীর কাঁচাবাজার, বিপণী বিতান, পথ-ঘাট, প্রার্থনালয়সহ বিভিন্ন এলাকা ঘুরে উপেক্ষার এমন চিত্র দেখা যায়।

রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মাস্ক ছাড়াই বাজারে ঘোরা-ফেরা করছেন অনেকে। বিক্রেতাদের মধ্যেও রয়েছে মাস্ক না পরার প্রবণতা। সংক্রমণ রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও তা কার্যকরে সরকারি কোনও উদ্যোগও এসময় দেখা যায়নি।
ছুটির দিনের রাজধানীর গাউছিয়া এলাকায় ফুটপাতে ক্রেতা-বিক্রেতার ভিড়
মিরপুর এক নম্বরের কাঁচাবাজারের মাছ বিক্রেতা আইনুল মিয়া বলেন, যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলি। কিন্তু তার মুখেই ছিল না মাস্ক। মাস্ক কোথায় প্রশ্ন করলে তিনি পেছন থেকে একটি মাস্ক বের করে বলেন, এই যে আছে। একটু আগে খুলে রেখেছিলাম।

বাজারের সবজি বিক্রেতা সবুজ- তারও মুখে মাস্ক ছিল না। মাস্ক খোলা অবস্থাতেই দোকানে ক্রেতার ভিড় বাড়াতে হাঁকডাক করছিলেন তিনি। মাস্কের কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, মাস্ক আছে। মাস্ক পরে লোকজনের সাথে কথা বলা যায় না। কথা বললে কেউ বুঝে না। সেজন্যই মাস্ক খুলে রেখেছিলাম।
ফুটপাতে ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক, মানছেন না স্বাস্থ্যবিধিও। রাজধানীর পল্টন এলাকার ছবি।
রাজধানীর মিরপুর ৬ নম্বরের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এখানে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কোনও ভ্রুক্ষেপ নেই ক্রেতা-বিক্রেতাদের।

মিরপুর ১০ নম্বর থেকে বাজার করতে আসা রাশেদ বলেন, ‘যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, স্বাস্থ্যবিধি মেনে চলা-ফেরা করতে হবে আমাদের। কিন্তু

অনেকেই মাস্ক পরছেন না। স্বাস্থবিধি না মেনেই ঘোরা-ফেরা করছেন। এসব দেখে নিজের কাছেই অনেকটা খারাপ লাগে। তবে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’

মুরগি বিক্রেতা আসলাম বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিন বাজারে ক্রেতার চাপ একটু বেশি থাকে। লোকজন বেশি হলে আমাদের বিক্রি-বাট্টাও ভালো হয়। তবে আমাদের সবার মাস্ক পরে চলাফেরা করা উচিত।’


মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন কয়েকজন তরুণ।

পাড়া-মহল্লায়ও দেখা গেছে নানা বয়সী মানুষের আড্ডা। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। পাড়া-মহল্লার দোকানী, ফেরিওয়ালাসহ বেশির ভাগ বিক্রেতা মাস্ক ব্যবহারে স্বাস্থ্যবিধি মানছেন না।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হচ্ছেন মুসল্লিরা। অনেকের মুখেই নেই মাস্ক।
এদিকে, অন্যান্য জায়গার মতো মসজিদেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা গেছে।
শুক্রবার জুমার নামাজ থাকায় রাজধানীর বড় থেকে ছোট প্রায় সব মসজিদে ভিড় ছিল মুসল্লিদের। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেক মুসল্লিকে সড়কে নামাজ পড়তে দেখা গেছে। কেউ কেউ মাস্ক পরে মসজিদে আসলেও অনেকের মুখেই মাস্ক ছিলো না। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মসজিদের গেটে ঝুলিয়েই যেন দায়িত্ব শেষ করেছেন মসজিদ কমিটি।

মসজিদের ভেতরে মুসল্লিদের অনেকেই পরেননি মাস্ক, মানা হয়নি সামাজিক দূরত্ব

ছবি: নাসিরুল ইসলাম

/আরটি/সিএ/এসটিএস/এমএস/
সম্পর্কিত
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী