X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুতে ওয়ান-স্টপ সার্ভিস থাকা উচিৎ: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৮:০৩আপডেট : ১৯ জুন ২০২১, ১৮:০৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোতে ওয়ান-স্টপ সার্ভিস তথা একই স্থানে সকল সেবার সুবিধা থাকা উচিৎ। বিদ্যুতের সংযোগ, সংযোগোত্তর সেবা, তথ্য সেবা, বিল প্রদান একই স্থানে করা গেলে গ্রাহক হয়রানি কমবে।

শনিবার (১৯ জুন) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর উদ্যোগে আয়োজিত ঢাকার পরীবাগের হাতিরপুল পাওয়ার হাউজ ক্যাম্পাসে ‘ধানমন্ডি টুইন টাওয়ার’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, টিবিইএ কোম্পানি-এর ভাইস প্রেসিডেন্ট জেকি চেন ডং বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, টুইন টাওয়ারে এক দিকে যেমন আধুনিক প্রযুক্তির সন্নিবেশ থাকবে, তেমনি থাকবে বাণিজ্যিক স্পেস। এতে ডিপিডিসির আয় বাড়বে। এই ভবনে ডিজিটাল জাদুঘর থাকবে, যা নতুন প্রজন্মকে বাংলাদেশের বিদ্যুৎ ও বিদ্যুতায়নের রূপান্তর বিষয়ে জানাবে। দ্রুত এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, চীনের সহযোগিতায় ডিপিডিসি এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘এক্সপানসন অ্যান্ড স্ট্রেনদেনিং অফ পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া’ প্রকল্পটি নেওয়া হয়েছে।

এ প্রকল্পের ইপিসি কন্ট্রাকটর হলো চীনের টিবিইএ কোম্পানি লিমিটেড। প্রকল্পে যেসব থাকছে- ১৪টি ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, ২৬টি ৩৩/১১ কেভি সাবস্টেশন, স্কেডা অটোমেশন সিস্টেম, আধুনিক ম্যাকানাইজড ওয়ারহাউজ, ভূগর্ভস্থ তার ১৩২ কেভি ৬৫৩ কিলমিটার ও ৩৩ কেভি ৭০০ কিলোমিটার, বিতরণ লাইন, ১১ কেভি ৫৬৭ কিলোমিটার ভূগর্ভস্থ, ১১ কেভি ২৫১৫ কিলোমিটার ওভারহেড, ০.৪ কেভি ২০০০ কিলোমিটার ওভারহেড, ধানমন্ডিতে ১০৫ কিলোমিটার ওভারহেড তার ভূগর্ভস্থ করা এবং আধুনিক সাবস্টেশন-কাম-অফিস বা বাণিজ্যিক বা আবাসিক সুউচ্চ ভবন নির্মাণ।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ধানমন্ডি টুইন টাওয়ারটি ৭ দশমিক ৩২ একর জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে। এর ৫০ ভাগ ভূমিই থাকছে উন্মুক্ত।

প্রযুক্তিগত বিষয়াদি ও অফিসিয়াল স্পেস ছাড়াও তিন তলাবিশিষ্ট বেজমেন্টের উপর ভবনটির আরও ১৫ তলা থাকবে। বাণিজ্যিক স্পেস, ডিজিটাল মিউজিয়াম, ব্যাংকোয়েট হল, সিনেপ্লেক্স, ক্যাফে ও ফুডকোর্ট থাকবে।

 

 

 

/এসএনএস/এফএ/আপ-এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা