X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আব্বু তোমাকে ভালোবাসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৪:৫৩আপডেট : ২০ জুন ২০২১, ১৬:১৮

প্রতি বছরের জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বিশ্ব বাবা দিবস। তাই ফেসবুক-টুইটারের যুগে সোশ্যাল মিডিয়ায় আলাদা করে গুরুত্ব পায় বিশেষ দিবসটি। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে সবাই আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। বাদ যাননি জাতীয় দলের ক্রিকেটাররাও। তাদের প্রকাশ করা অনুভূতিতে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা। দেশে কিংবা দেশের বাইরে যেখানেই হোক, ছেলের জন্য ছুটে যান তিনি। ছেলের পাশাপাশি বাংলাদেশ দলকে সমর্থন জানাতে গ্যালারিতে এই মুখটা নিশ্চিতভাবেই দেখা যায় নিয়মিত। বিষয়টি উল্লেখ করে নিজের ফেসবুকে বাবাকে নিয়ে আবেঘন পোস্ট দেন মুশফিক, ‘মিরপুর, গ্যাবা কিংবা লর্ডস, আমার সুপার হিরো বাবা আমাকে এবং বাংলাদেশকে সাপোর্ট করতে সর্বদা মাঠে উপস্থিত থাকেন। তার আশীর্বাদ আমাকে ভালো করতে সর্বদা অনুপ্রাণিত করে। আব্বু তোমাকে ভালোবাসি। বিশ্বের সকল বাবাকে, বাবা দিবসের শুভেচ্ছা জানাই।’

বাবার সঙ্গে বেশ কিছু ছবি কোলাজ করে তাসকিন আহমেদও বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ছেলে আর বাবার সঙ্গে বেশ কিছু ছবি কোলাজ করে পেসার তাসকিন আহমেদও বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা।’ টেস্ট দলের ওপেনার সাদমান বাবার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা আব্বু।’

ব্যাডবয় খ্যাত সাব্বির বাবার ছবি ফেসবুক পেজে দিয়ে লিখেছেন, ‘সব বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বাবা দিবসের শুভেচ্ছা সকল বাবাদের।’

বাবা ইকবাল খানের অনুপ্রেরণাতেই এতদূর এসেছেন তামিম ইকবাল ও নাফিস ইকবাল। ইকবাল খান ছিলেন ফুটবলার। একসময় ক্রিকেটও খেলেছেন। ২০০০ সালে মারা যান তিনি। এখনো বাবার অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যাচ্ছেন তারা। তামিমের বড় ভাই নাফিস ইকবাল ফেসবুকে একটি পোস্ট করেছেন। বাবার ছবি দিয়ে সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি জানো আমার আসল ব্যাথাটা কোথায়? যখন কেউ বলে তোমার বাবা এমন ছিল...। সকলকে বাবা দিবসের শুভেচ্ছা।’ বড় ভাইয়ের মতো ছোট ভাই তামিম ইকবালও বাবাকে স্মরণ করে লিখেছেন, ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল শুভেচ্ছা ’

মেহেদী হাসান মিরাজ তার সন্তানের ছবি দিয়ে ফেসবুকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পিতাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দোয়া। যে ব্যক্তি একজন দয়ালু এবং ভালো পিতা, তিনি আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকা এবং পরলোকগমন করা সকল পিতাদের জন্য দোয়া কামনা করছি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!