X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওবায়দুল কাদেরকে কটূক্তি: থানায় আরও একটি অভিযোগ, মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
২০ জুন ২০২১, ১৪:৫৮আপডেট : ২০ জুন ২০২১, ১৪:৫৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাটের দেওয়া ফেসবুক পোস্টের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ জুন) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তিকারী সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অপরদিকে, মানববন্ধনে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা নোবিপ্রবির কর্মকর্তা সম্রাট এবং চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রবেন্সের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ এনে দ্রুত তাদের গ্রেফতার দাবি করেন।

এ সময় কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সজল ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরকে নিয়ে স্ট্যাটাস, সেই সম্রাট কারাগারে

তবে চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাদল অনুসারী আশ্রাফ হোসেন রবেন্স দাবি করেছেন, তার নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করা হয়েছে।

গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের গর্ব এবং প্রাণপ্রিয় নেতা। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোম্পানীগঞ্জে বিবদমান রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে আমার নাম ও ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা ও কটূক্তি করা হচ্ছে।

এর জন্য তিনি মির্জা কাদেরের অনুসারীদের দায়ী করে তিনি বলেন, এটি তাদের ঘোলা পানিতে প্রতিপক্ষকে ঘায়েল করার ধারাবাহিক অপচেষ্টার অপপ্রয়াস মাত্র। আমি ঘৃণাভরে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির অভিযোগে নোবিপ্রবির কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাটকে (৩৫) আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক সম্রাট কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।

এরআগে, শুক্রবার রাতে ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে জিয়াউর রহমান সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কবিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৪৮)।

একই ঘটনায় সম্রাটের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কাদের মির্জার অনুসারী ও তার ঘোষিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল।

তবে বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটে সম্রাট তার ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে দাবি করেন, ‘প্রিয় নোয়াখালীবাসী, গতকাল (বুধবার) রাতে আমার ফেসবুক আইডি হ্যাক করে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপত্তিকর একটা পোস্ট দেওয়া হয়। পরে আইডি পুনরুদ্ধার করে আমি পোস্টটা ডিলিট করি। এমন অনাকাঙ্খিত বিষয়ে আমি বিব্রতবোধ করছি, সঙ্গে দুঃখ প্রকাশ করছি। আমি মুজিব আর্দশের সৈনিক, নিজের থেকে পোস্ট দিলে আমি ডিলিট করতাম না। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’



/টিটি/
সম্পর্কিত
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা