X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন পর্যবেক্ষণে যাওয়া আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৬:১১আপডেট : ২১ জুন ২০২১, ১৬:১৩

লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার মুখে পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এ সময় তার গাড়ি ভাঙচুর করে বিদ্রোহী প্রার্থীর সমর্থককরা।

সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফুজ্জামান রাসেল। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়সাল আহমেদ রতন। দুপুর ২টার দিকে নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অবস্থান নেন গোলাম ফারুক পিংকু।

খবর পেয়ে বিদ্রোহী প্রার্থী রতনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। একই সঙ্গে গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাঙচুর করেন তারা। অবস্থা বেগতিক দেখে গোলাম ফারুককে পিংকুকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায় পুলিশ।

গোলাম ফারুক পিংকু বলেন, বিদ্রোহী প্রার্থী রতনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ বিষয়ে জানতে ফয়সাল আহমেদ রতনকে একাধিকবার ফোন দিলেও ধরেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী রতনের নেতৃত্বে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

/এএম/
সম্পর্কিত
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!